ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

রুটের ব্যাটে সুবিধাজনক অবস্থানে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, জুলাই ৯, ২০১৫
রুটের ব্যাটে সুবিধাজনক অবস্থানে ইংল্যান্ড ছবি: সংগৃহীত

ঢাকা: অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ সাত উইকেটে ৩৪৩ রান। প্রথমদিকে দ্রুত তিন উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের চাপে র‍াখে অস্ট্রেলিয়ার বোলাররা।

তবে অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে ইংলিশদের এগিয়ে নেন জো রুট। তার সেঞ্চুরিতে ভর করেই দিন শেষে তারা ভালো সংগ্রহ নিয়ে মাঠ ছাড়ে।

কার্ডিফে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। কিন্তু, মাত্র সাত রানের মাথায় জস হ্যাজেলউডের বলে ডেভিড ওয়ার্নারের তালুবন্দি হয়ে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার অ্যাডাম লিথ (৬)। এরপর দলীয় ৪২ রানে অধিনায়ক অ্যালিস্টার কুক (২০) বিদায় নিলে চাপের মুখে পড়ে স্বাগতিকরা। এক রান যোগ হতেই দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান ইয়ান বেল (১) মিচেল স্টার্কের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন।

তবে চতুর্থ উইকেট জুটিতে ১৫৩ রান যোগ করে দলকে চাপমুক্ত করেন গ্যারি ব্যালান্স ও রুট। ব্যালান্স ব্যক্তিগত ৬১ রানে ফিরলেও অপর প্রান্ত আগলে রেখে ক্যারিয়ারের ১১তম টেস্ট সেঞ্চুরি তুলে নেন রুট (১৩৪)। বেন স্টোকসের ব্যাট থেকে আসে ৫২ রান। মঈন আলী ২৬ রানে আপরাজিত আছেন। অপর প্রান্তে থাকা স্টুয়ার্ট ব্রড এখনো কোনো বল মোকাবেলা করেননি।

অজিদের হয়ে স্টার্ক ও হ্যাজেলউড তিনটি করে উইকেট লাভ করেন। কুকের উইকেটটি নেন স্পিনার নাথান লিওন।

বাংলাদেশ সময়: ০৯২৬ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।