ঢাকা: আগস্টে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অ্যাওয়ে সিরিজে নিউজিল্যান্ড দলে ব্রেন্ডন ম্যাককালাম ও পেসার টিম সাউদিকে দেখা যাবে না। কোনো ইনজুরি সমস্যা নয়।
এ দুটি সিরিজে কোনো টেস্ট ম্যাচ নেই। জিম্বাবুয়ে সফরে তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে কিউইরা। আর প্রোটিয়াদের বিপক্ষে রয়েছে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি। ০২ আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে সিরিজ শুরু করবে ব্ল্যাক ক্যাপসরা।
জিম্বাবুয়ে সফরে দলে সুযোগ পেয়েছেন ইশ সোধি। কিউইদের হয়ে এই লেগ স্পিনারের এখনো ওয়ানডে অভিষেক হয়নি। দ. আফ্রিকা সফরে সোধির স্থলাভিষিক্ত হবেন পেসার ডগ ব্রেসওয়েল। অনেকদিন পর দলে সুযোগ পেয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান কলিন মুনরো।
অন্যদিকে, ইনজুরি কাটিয়ে ১৫ জনের স্কোয়াডে ফিরেছেন পেসার অ্যাডাম মিলনি ও অলরাউন্ডার জেমস নিশাম। ম্যাককালামের অনুপস্থিতিতে কিউইদের নেতৃত্ব দেবেন কেন উইলিয়ামসন।
নিউজিল্যান্ড স্কোয়াড:
কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্রান্ট এলিয়ট, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম লাথাম, মিচেল ম্যাকক্লেনাগান, নাথান ম্যাককালাম, অ্যাডাম মিলনি, কলিন মুনরো, জেমস নিসাম, লুক রঞ্চি (উইকেটরক্ষক), মিচেল সান্টনার, রস টেইলর, বেন হুইলার, ডগ ব্রেসওয়েল ও ইশ সোধি।
বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৫
আরএম/