ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, জুলাই ৯, ২০১৫
ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ন্যাশনাল পলিমার বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার  (০৯ জুলাই) দুপুরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সম্মেলন কক্ষে ট্রফি উন্মোচনে অংশ নেন বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক।



এ সময় ট্রফি হাতে ফটোসেশনে অংশ নেন মাশরাফি বিন মর্তুজা ও হাশিম আমলা। গেল টি-টোয়েন্টি সিরিজের আদলেই তৈরি করা হয়েছে ওয়ানডে সিরিজের ট্রফিটি।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার (১০ জুলাই) বিকেল তিনটায় দিবা-রাত্রির প্রথম ওয়ানডের লড়াইয়ে নামবে দুই দল। ১২ জুলাই একই মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ।

আগামী ১৫ জুলাই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।