মিরপুর থেকে: বিকেল ৪টা ৪৫ মিনিটে আরেকমার মাঠ পরিদর্শন করেন ম্যাচ রেফারি ডেভিড বুন, দুই ফিল্ড আম্পায়ার শরফুদৌল্লা এবং মাইকেল গফ। সুপার সপার দিয়ে দ্রুত মাঠ শুকানোর কাজ করেন গ্রাউন্ডসম্যানরা।
পর্যবেক্ষন শেষে তারা সিদ্ধান্ত নেন দল ৪০ ওভার করে ব্যাটিংয়ের সুযোগ পাবে। টস হবে ৫টা ১০ মিনিটে। আর ম্যাচ শুরু হবে ৫টা ৪০ মিনিটে। পাওয়ার প্লে প্রথম ৮ ওভার। ৩২ ওভার থেকে ৪০ ওভার পর্যন্ত (৮ ওভার) ৩০ গজের বাইরে পাঁচ ফিল্ডার দাঁড়াতে পারবে।
এর আগে বৃষ্টি থামায় কয়েকদফা মাঠ পরিদর্শন করেন ম্যাচের দায়িত্বে থাকা আম্পায়াররা। মাঠে উইকেটের পাশে দেখা যায় সফরকারী ক্রিকেটারদেরও। বিকেল তিনটায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টি বাধায় এখনো খেলা শুরু হয়নি।
শুক্রবার (১০ জুলাই) সকাল থেকে ভারী বর্ষণের কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ারও আশঙ্কা জাগে। তবে, অবশেষে বৃষ্টি থামে। কিন্তু, যেকোনো সময়েই আবারো বৃষ্টি নামার আশঙ্কা থেকেই যাচ্ছে।
এর আগে সাড়ে তিনটার কিছু পর মাঠ পরিদর্শন করেন ম্যাচ রেফারি ডেভিড বুন ও কিউরেটার গামিনী ডি সিলভা। আম্পায়ারের অনুমতি সাপেক্ষে গ্রাউন্ডম্যানরা মাঠ খেলার উপযোগী করার কাজ করেন।
সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে হেরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াতে শুক্রবার প্রথম ওয়ানডেতে মাঠে নামতে প্রস্তুত টাইগাররা। তবে, ঘুরে দাঁড়ানোর ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামার আগে স্বাগতিক বাংলাদেশকে লড়তে হচ্ছে আবহাওয়ার বিপক্ষে।
শুক্রবার সকাল থেকে ভারী বর্ষণের কারণে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুপুর তিনটায় শুরু হতে যাওয়া ম্যাচটি নিয়ে সংশয় দেখা দেয়।
মাঠে দর্শকের উপস্থিতি কম। সফরকারী ও স্বাগতিক দল মাঠে উপস্থিত হয়েছে।
গত ভারত সিরিজের তিনটি ওয়ানডেতেই রিজার্ভ ডে ছিল। তবে, প্রোটিয়াদের বিপক্ষে কোনো ম্যাচেই রিজার্ভ ডে রাখা হয়নি। বৃষ্টি আর বাজে আবহাওয়ার কারণে ম্যাচ মাঠে না গড়ালে পরিত্যক্ত ঘোষণা করা হবে প্রথম ওয়ানডে।
বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, ১০ জুলাই ২০১৫
এমআর
** মাঠ পরিদর্শনে নেমেছেন আম্পায়াররা
** ম্যাচ নিয়ে সংশয়, মাঠে উপস্থিত দু’দল