ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

তাইজুলের কাতারে রাবাদা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, জুলাই ১০, ২০১৫
তাইজুলের কাতারে রাবাদা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ওয়ানডের অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করে অন্যান্য এক নজির গড়লেন দক্ষিণ আফ্রিকার কেগিয়াসো রাবাদা। ইতিহাসের দ্বিতীয় বোলার হিসেবে রেকর্ড গড়লেন ডানহাতি এ ফাস্ট বোলার।

তবে ইতিহাসে প্রথম বোলার হিসেবে এ কীর্তি গড়েছিলেন বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম।

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডের প্রথমটিতে মাঠে নামে প্রোটিয়ার‍া। তবে স্বাগতিকদের দলীয় ১৭ রানে পর পর তামিম ইকবাল, লিটন দাশ ও মাহমুদুল্লাহকে আউট করেন তরুণ এ বোলার।

এর আগে গত বছর ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ইতিহাসের একমাত্র বোলা হিসেবে অভিষেক ম্যাচে হ্যাটিট্রিক করার রেকর্ড গড়েছিলেন বাংলাদেশের তাইজুল।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, জুলাই ১০, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।