ঢাকা: নেই আগের মতো জনসমাগম, নেই উত্তেজনা। মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামের ভেতর ও বাহির যেন গরমের মাঝেও শীতল! স্টেডিয়ামে ঢোকার গেটগুলোতে নেই লম্বা লাইন।
বরাবরই ক্রিকেট-দর্শক হিসেবে তরুণরাই মিরপুরকে জমিয়ে রাখেন। ঈদকে সামনে রেখে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ছুটি হয়ে গেলেও তারা ভিড় করছেন না মিরপুরের ‘হোম অব ক্রিকেট’ এ।
এর আগে টি-টোয়েন্টি সিরিজেও দর্শক খরায় ভুগছে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। দক্ষিণ আফ্রিকা সিরিজে মাঠের উত্তেজনাটা কমই উপভোগ করছেন দর্শকরা। গ্যালারির দর্শকদের উল্লাস-গর্জন আগের সিরিজগুলোর তুলনায় একেবারেই সাদামাটা।
খেলাকে কেন্দ্র করে বাংলাদেশের পতাকা কেনা, গালে বাঘের ট্যাটু আঁকিইয়ে নেওয়া কিংবা রিস্টব্যান্ড কেনাও কমে গেছে। বাংলাদেশের রঙিন দর্শকরা হঠাৎই রংহীন হয়ে উঠলেন। আর সেটা হয়তো টাইগারদের মাঠের পারফরম্যান্সের কারণেই। তবে একটি জয়ই আবার মাঠে ফেরাতে পারে অভিমানী দর্শকদের!
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
এসকে/এমএমএস