ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

রুবেলের টানা ১২ ডট বল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
রুবেলের টানা ১২ ডট বল ছবি: শোয়েব মিথুুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ইনজুরি থেকে দুরন্তভাবে ফিরলেন তারকা পেসার রুবেল হোসেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে নিজের প্রথম ওভার (দলীয় ১১ ওভার) করতে এসে মাত্র চার রান দেন।

চমকটা দেন তিনি নিজের দ্বিতীয় ওভারেই (দলীয় ১৩ ওভার)।

দ্বিতীয় ওভারের প্রথম বলেই রুবেল দুরন্তভাবে সফরকারীদের ওপেনার হাশিম আমলার স্ট্যাম্প উড়িয়ে দেন। ধারাভাষ্যকাররা বলছিলেন, রুবেলের খানিক ইনসুয়িংগার বলটি বুঝতেই পারেননি ২২ ‍রান সংগ্রাহক আমলা।

আমলার স্ট্যাম্প ভাঙার পর দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানরা পরের ১১ বল খেলতেই পারেননি রুবেলকে।

রুবেলের এ দুই মেডেন ওভারের সঙ্গে দলের অন্য বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রোটিয়াদের ৫০ রান করতে খেলতে হয় ১৬ ওভার।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।