ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

গ্যালারিতে যখন ইফতার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
গ্যালারিতে যখন ইফতার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: ইফতারের ঠিক আগ মুহূর্তেই শেষ হয়েছে দক্ষিণ আফ্রিকার ইনিংস। ব্যাট-বলের উত্তেজনা থেমে যায় ইফতারের কিছুক্ষণ আগে।

দ্বিতীয় ওয়ানডের মধ্য বিরতিতেই তাই ইফতার সারতে পেরেছেন মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে থাকা দর্শকরা। কেউ কেউ বিরিয়ানী দিয়ে ইফতার করেন। তবে বেশিরভাগ দর্শকই ছোলা, পেয়াজু আর পানি দিয়েই ইফতার সারেন।
 
তবে স্টেডিয়ামের ভেতর ইফতারের দাম আকাশচুম্বি হওয়ায় বেশি আইটেম কেনার সাহস পাচ্ছেন না অনেকে। এমনই অনুযোগ জানালেন সোহরাব হোসেন, ‘স্টেডিয়ামের ভেতর খাবারের দাম অনেক। বাইরে থেকেও ইফতার আনতে দেওয়া হচ্ছে না। সাধারণ দামের চেয়ে তিন-চার গুন বেশি দাম রাখা হচ্ছে। তবে এত মানুষ এক সঙ্গে ইফতার করছি-তাতে বেশ আনন্দ লাগছে। ’

এবার রমজানে মিরপুরে মোট ৬টি ম্যাচ হয়েছে (চারটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি)।   ভারতের বিপক্ষে শেষ দুটি ওয়ানডে হয়েছিল এই রমজানের মধ্যেই। ওই দুই ম্যাচে বিসিবি সৌজন্য হিসেবে ইফতারির জন্য দর্শকদের এক বোতল করে পানি দিয়েছিল। কিন্ত অনেক দর্শক মাঠে বোতল ছুড়ে মারায় এই সুবিধাটা বন্ধ করে দিয়েছে বিসিবি।  

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।