ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

দুরন্ত বোলাররা, পালা এবার ব্যাটসম্যানদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
দুরন্ত বোলাররা, পালা এবার ব্যাটসম্যানদের ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘুরে দাঁড়ানোর ম্যাচে টাইগার বোলাররা তাদের দায়িত্ব শতভাগ পালন করেছেন- এমনটি নিঃসন্দেহেই মানছেন সবাই। বাঘা বাঘা ব্যাটসম্যানদের দল দক্ষিণ আফ্রিকাকে বাংলাদেশি বোলাররা বেঁধে ফেলেছেন মাত্র ১৬২ রানে।

এবার দায়িত্ব ব্যাটসম্যানদের। জয়ের জন্য ১৬৩ রান করতে টাইগার ব্যাটসম্যানদের জন্য রয়েছে পুরো ৫০ ওভার।

দুই টি-টোয়েন্টি ও প্রথম ওয়ানডের চেয়েও রোববার (১২ জুলাই) মিরপুরে ধ্বংসাত্মক রূপে আবির্ভূত হন বাংলাদেশি বোলাররা। ৪৬ ওভার বল করে তারা প্রোটিয়াদের রান করতে দেন মাত্র ১৬২। এর মধ্যে আবার মুস্তাফিজুর একটি এবং রুবেল দু’টি ওভার মেডেন নেন। মুস্তাফিজুর ও নাসির ৩টি করে, রুবেল ২টি এবং মাশরাফি ও মাহমুদুল্লাহ রিয়াদ একটি করে উইকেট নিয়ে প্রোটিয়াদের গুটিয়ে দিতে ভূমিকা রাখেন। বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩.৮০ ইকোনমি রেট ছিল মুস্তাফিজুরের। রান দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে কৃপণ ছিলেন সাকিব আল হাসান। তিনি ১০ ওভার করে রান দিয়েছেন ৩ ইকোনমি গড়ে।

বোলারদের পাশাপাশি দুরন্ত ছিলেন ফিল্ডাররাও। মাশরাফি ও সৌম্য সরকারের দুরন্ত ক্যাচসহ এ ম্যাচে টাইগার ফিল্ডাররা ক্যাচ তালুবন্দি করেছেন পাঁচটি। হাতছাড়া হয়নি একটি ক্যাচও। বাউন্ডারি ঠেকাতে ফিল্ডারদের ক’টি ডাইভও ছিল দুরন্ত।

বোলার-ফিল্ডারদের শতভাগ দায়িত্ব পালনের পর এবার ম্যাচ জিততে দায়িত্ব দেখাতে হবে ব্যাটসম্যানদের। ১৬৩ রান সংগ্রহের জন্য
তাদের হাতে রয়েছে মোট ৩০০টি বল। প্রতি ওভারে সাড়ে ৩ গড়ে নিলেই সহজে ছোঁয়া যাবে টার্গেট। আট বছরের অপেক্ষার অবসান ঘটাতে টাইগার ব্যাটসম্যানরা নিশ্চিতভাবেই তাদের শতভাগ উজাড় করে দেবেন- এ আশা বুকে বেঁধে খেলা দেখছেন ক্রিকেটপ্রেমীরা।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।