ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

শীর্ষস্থান হারালেন স্মিথ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
শীর্ষস্থান হারালেন স্মিথ ছবি: সংগৃহীত

ঢাকা: অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচে দলের পরাজয়ের পর টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষস্থানও হারালেন স্টিভেন স্মিথ। রোববার (১২ জুলাই) প্রকাশিত আইসিসির টেস্ট ব্যাটিং র‌্যাংকিংয়ে স্মিথকে হটিয়ে আবারো শীর্ষে ফিরেছেন এবি ডি ভিলিয়ার্স।



শনিবার কার্ডিফ টেস্টে অজিদের ১৬৯ রানের বিশাল ব্যবধানে হারায় ইংলিশরা। এর ভিত্তিতেই টেস্ট র‌্যাংকিং হালনাগাদ করে আইসিসি। অজিদের হয়ে দুই ইনিংসেই ৩৩ রান করে স্মিথ। ব্যাটে খুব বেশি রান না পাওয়াতেই তার এক ধাপ অবনমন হয়েছে। ১২ পয়েন্ট খুঁইয়ে ৯০১ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন এ ডানহাতি ব্যাটম্যান। শীর্ষে থাকা প্রোটিয়া অধিনায়ক ডি ভিলিয়ার্সের রেটিং পয়েন্ট সংখ্যা ৯০৮।

অন্যদিকে, কার্ডিফ টেস্টের জয়ের নায়ক জো রুট প্রথমবারের মতো শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন। এই ইংলিশ ব্যাটসম্যান প্রথম ইনিংসে ১৩৪ ও দ্বিতীয় ইনিংসে ৬০ রান করেন। এমন পারফরম্যান্সের পুরস্কারস্বরুপ ৮৮৪ রেটিং পয়েন্টে তিন ধাপ এগিয়েছেন এ ডানহাতি ব্যাটসম্যান। সাত রেটিং পয়েন্ট বেশি নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকান ওপেনার হাশিম আমলা।

রুটকে জায়গা ছেড়ে দিতে এক ধাপ পিছিয়ে পাঁচ নম্বরে কুমার সাঙ্গাকারা। এ লঙ্কান ব্যাটিং জিনিয়াসের রেটিং পয়েন্ট সংখ্যা ৮৭৪। এক ধাপ করে পিছিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস (৮৬০), ইউনিস খান (৮২৯) ও কেন উইলিয়ামসন (৮১৩)। তিনজনই যথাক্রমে ছয়, সাত, আট নম্বরে রয়েছেন।

৯ ও ১০ নম্বর অবস্থানে রদবদল হয়েছে। কার্ডিফ টেস্টের দুই ইনিংস মিলে ৬৯ রান করলেও অজি ওপেনার ডেভিড ওয়ার্নারের অবনমন হয়েছে। এ বাঁহাতি ব্যাটসম্যান এক ধাপ পেছানোয় নয়ে অবস্থান করছেন ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। দুজনের রেটিং পয়েন্ট যথাক্রমে ৭৫৫ ও ৭৪৯।

অন্যদিকে, কার্ডিফ টেস্টে পাঁচ উইকেট লাভের সুবাদে ক্যারিয়ার সেরা পঞ্চম স্থানে উঠে এসেছেন স্টুয়ার্ট ব্রড। ৮০১ রেটিং পয়েন্ট নিয়ে এ ইংলিশ পেসার এক ধাপ এগিয়েছেন।

আর অজিদের হয়ে দুই ইনিংস মিলে সাত উইকেট নেওয়া মিচেল স্টার্ক তিন ধাপ এগিয়ে ১৭ ও পাঁচ উইকেট নেওয়া জস হ্যাজেলউড পাঁচ ধাপ টপকে ২১ নম্বরে রয়েছেন। দু’জনেরই এটি ক্যারিয়ার সেরা র‌্যাংকিং। ইংলিশ অলরাউন্ডার মঈন আলী ৯ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ২৮তম স্থানে রয়েছেন। এ তিনজনের রেটিং পয়েন্ট সংখ্যা যথাক্রমে ৫৮৯, ৫৪৮, ৪৮০।

শীর্ষ চারটি স্থান অপরিবর্তিত রয়েছে। শীর্ষে থাকা ডেল স্টেইনের রেটিং পয়েন্ট ৯০৫। ৮২৩ পয়েন্ট নিয়ে পরের আসনে ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট (৮১৪) তৃতীয় ও পাকিস্তানের স্পিনার ইয়াসির শাহ (৮১০) চতুর্থ স্থানে রয়েছেন। এক ধাপ এগিয়ে ছয়ে অবস্থান করছেন প্রোটিয়া অলরাউন্ডার ভারনন ফিল্যান্ডার (৭৮০)।

কার্ডিফ টেস্টে মাত্র দুটি উইকেট লাভ করেন মিচেল জনসন। র‌্যাংকিংয়েও তার প্রভাব পড়ে। যার কারণে ৮০১ রেটিং পয়েন্ট নিয়ে দুই ধাপ পিছিয়ে সাত নম্বরে এ বাঁহাতি পেসার। শীর্ষ দশের পরের তিনটি স্থানও অপরিবর্তিত। আট, নয় ও দশ নম্বরে রয়েছেন যথাক্রমে রঙ্গনা হেরাথ (৭৫২), মরনে মরকেল (৭২৭) ও টিম সাউদি (৭১৩)।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।