ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

জিম্বাবুয়ে সিরিজে ছিটকে পড়লেন রায়ডু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
জিম্বাবুয়ে সিরিজে ছিটকে পড়লেন রায়ডু ছবি: সংগৃহীত

ঢাকা: পেশীর ইনজুরির কারণে জিম্বাবুয়ে সিরিজ থেকে ছিটকে পড়লেন ভারতীয় ব্যাটসম্যান আম্বাতি রায়ডু। সিরিজে শেষ ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টির জন্য রায়াদুর পরিবর্তে বিসিসিআই সানজু স্যামসনকে দলে নিয়েছে।



এর আগে হারারেতে দু’দলের দ্বিতীয় ওয়ানডে চলাকালীন রায়ডুর ইনজুরির ব্যাপারটি নিশ্চিত করে বিসিসিআই। আর এ ইনজুরির কারণে তাকে দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। এ সিরিজে দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে রায়ডু বাদ পড়লেন। এর আগে আঙ্গুলে চিড় ধরায় স্পিনার করন শর্মা বাদ পড়েছিলেন।

রায়ডু প্রথম ম্যাচে ১২৪ রানের ম্যাচ জয়ী একটি ইনিংস খেলেছিলেন। আর বর্তমানে তিনি সিরিজের সেরা রান সংগ্রাহকও। তবে তার পরিবর্তে দলে আসা ২০ বছরের স্যামসন ১৩৭টি বড় পর্যায়ের ম্যাচ খেলেছেন। তাই শেষ ম্যাচে তার অভিষেক হওয়ার সুযোগ রয়েছে।

তিন ম্যাচ ওয়াডে সিরিজে ভারত ইতোমধ্যে ২-০তে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে। আগামী ১৫ জুলাই একই মাঠে দু’দলের মধ্যকার তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। আর ওয়ানডে সিরিজ শেষে ১৭ ও ১৯ জুলাই দু’দলের মধ্যকার টি-২০ ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।