ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

অ্যাশেজের দ্বিতীয় টেস্টে অপরিবর্তিত ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
অ্যাশেজের দ্বিতীয় টেস্টে অপরিবর্তিত ইংল্যান্ড ছবি: সংগৃহীত

ঢাকা: আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে শুরু হওয়া লর্ডস টেস্টে জন্য প্রথম ম্যাচের অপরিবর্তিত দল ঘোষণা করেছে ইংল্যান্ড। অ্যাশেজের দ্বিতীয় এ টেস্টের জন্য ইংলিশদের আগের ১৩ সদস্যকেই রাখা হয়েছে।



কার্ডিফে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ১৬৯ রানে হারিযে পাঁচ ম্যাচ সিরিজে ১-০তে লিড নেয় স্বাগতিকরা। সে ম্যাচে চারদিনেই জয় তুলে নেয় অ্যালিস্টার কুক বাহিনী। আর সে ম্যাচে দলে কোন ইনজুরি সমস্যাও দেখা যায়নি।

ইংল্যান্ড স্কোয়াড: অ্যালিস্টার কুক (অধিনায়ক), মইন আলী, জেমস অ্যান্ডারসন, গ্যারি ব্যালেন্স, ইয়ান বেল, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, স্টিভেন ফিন, অ্যাডাম লিথ, আদিল রশিদ, জো রুট, বেন স্টোকস ও মার্ক উড।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।