ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রাজন হত্যার প্রতিবাদে মুশফিক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
রাজন হত্যার প্রতিবাদে মুশফিক সংগৃহীত

ঢাকা: গত বুধবার (৮ জুলাই) সিলেটের কুমারগাঁওয়ে চোর সন্দেহে নির্মম নির্যাতনে করে হত্যা করা হয় ১৩ বছরের শিশু শেখ সামিউল আলম রাজনকে। এরপর ঘাতকরা ২৮ মিনিটের সেই হত্যা দৃশ্য ধারণ করে ইন্টারনেটে ছেড়ে দেয়।

এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আলোচনার ঝড় ওঠে।  

সোমবার (১৩ জুলাই) বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিমও প্রতিবাদ জানালেন। তিনি তার ফেইসবুক ফ্যান পেইজে ‘say no to child abuse’ লেখা প্ল্যাকার্ডের একটি ছবি আপলোড করেন।

সেই সাথে তিনি বাংলা ও ইরেজিতে এ ঘটনার প্রতিবাদে লেখেন, 'There can never be a worse crime than abusing an innocent child to death. Say no to child abuse!'

"একটি নিষ্পাপ শিশুকে নির্যাতন করে মেরে ফেলার মতো বড় অপরাধ মনে হয় আর নেই। শিশু নির্যাতনকে না বলুন!"

নিহত শিশুর বাড়ি সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের বাদেআলী গ্রামে। তার বাবা শেখ আজিজুর রহমান একজন মাইক্রোবাসচালক। তাঁর দুই ছেলের মধ্যে রাজনই বড়। পরিবারের খরচ চালাতে রাজন সবজি বিক্রি করত।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ১৩ জুলাই ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।