ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘ফর্ম ধরে রাখলে সিরিজ জিতবে বাংলাদেশ’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
‘ফর্ম ধরে রাখলে সিরিজ জিতবে বাংলাদেশ’ ছবি: শোয়েব মিথুুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ ব্যাটসম্যানদের ব্যর্থতায় হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বোলারদের সঙ্গে জ্বলে ওঠেন বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা।

১৬৩ রানের টার্গেট তিন উইকেট হারিয়েই অতিক্রম করে টাইগাররা। সিরিজের তৃতীয় ও শিরোপা নির্ধারণী ওয়ানডে ম্যাচ বুধবার (১৫ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন মনে করেন, শেষ ওয়ানডেতে ব্যাটসম্যানরা ফর্ম ধরে রাখলে সিরিজ জিতবে বাংলাদেশ। সোমবার (১৩ জুলাই) রাজধানীর একটি অভিজাত হোটেলে বিসিবি আয়োজিত ইফতার পার্টিতে সাংবাদিকদের এ কথা বলেন বোর্ড সভাপতি।

এ সময় তিনি বলেন, চট্টগ্রাম আমাদের লাকি ভেন্যু। ব্যাটসম্যানরা ফর্ম ধরে রাখলে সিরিজ জিতবে বাংলাদেশ। যে ছন্দে আছে ক্রিকেটাররা, এই ছন্দে খেলে যেতে পারলে শেষ ম্যাচে আমাদের জয়ের সম্ভাবনাই বেশি।

টি-টোয়েন্টি সিরিজে আর প্রথম ওয়ানডেতে হারের পর দ্বিতীয় ওয়ানডের আগের দিন বিকেলে নাজমুল হাসান আলোচনায় বসেছিলেন ক্রিকেটারদের সঙ্গে নিয়ে। সিরিজের মধ্যে কেন আলোচনা হয়েছে তার ব্যাখ্যা দেন তিনি, ‘দ্বিতীয় ম্যাচের আগের দিন আনুষ্ঠানিক অনুশীলন ছিল না ক্রিকেটারদের। আমি জানতে চাইলাম, কে কে আসবে অনুশীলনে। শুনলাম ৩-৪ জন অনুশীলন করবে। আমি বললাম সবাইকে যাতে খবর দেওয়া হয় আসতে। আমি ওদের উৎসাহমূলক কথাই বলেছিলাম। বোলিং ও ফিল্ডিং আমাদের ভালো হচ্ছিলো; শুধু ব্যাটিংটাই হচ্ছিলো না। ’

বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত হওয়া প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, এত দিন অনেক হিসেব নিকেশ হয়েছে। এখন আর আমাদের কেউ সরাতে পারবে না।

বিসিবির ইফতার পার্টিতে নাজমুল হাসান পাপনসহ বিসিবি’র পরিচালক, টেকনিক্যাল কমিটির সদস্য, সাবেক ক্রিকেটার, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ১৩ জুলাই ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।