ঢাকা: চলমান অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ান একাদশে রায়ান হ্যারিসের পরিবর্তে দলে ডাকা হযেছে প্যাট কামিন্সকে। চার বছরের লম্বা সময় পর টেস্ট দলের হয়ে আবারো খেলতে যাচ্ছেন এ ফাস্ট বোলার।
কামিন্স এর আগে ২০১১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একমাত্র টেস্ট খেলেছিলেন। সেবার জোহার্নেসবার্গের সে ম্যাচে ২২ বছরের এ তারকা সাত উইকেট পেলেও ইনজুরিতে পড়েন তিনি। তবে ইনজুরি থেকে ফিরে তিনি বোলিং অ্যাকশন পরিবর্তন করে দলে ঢুকছেন।
এদিকে দলে ঢুকতে পেরে আত্মবিশাবাসী কামিন্স বলেন, ‘আমার লাল বলে খুব একটা খেলার সৌভাগ্য হয়নি। তবে আমি প্রচুর ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলেছি। যার কারণে আমি শতভাগ আত্মবিশ্বাসী। ’
পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজে ইংল্যান্ড প্রথমটিতে জিতে ইতোমধ্যে সিরিজের ১-০তে লিড নিয়েছে। আগামী ১৫ জুলাই লর্ডসে দু’দলের মধ্যকার দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৫
এমএমএস