ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

চার ম্যাচের নিষেধাজ্ঞায় ফকনার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৫
চার ম্যাচের নিষেধাজ্ঞায় ফকনার জেমস ফকনার / ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্বকাপ ফাইনালের সেরা খেলোয়াড় জেমস ফকনারকে চার ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তাই ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে এ অলরাউন্ডারের খেলার সম্ভাবনা  খুবই ক্ষীন।



সম্প্রতি ইংল্যান্ডের ম্যানচেস্টারে মাতাল অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটান ফকনার। তার রক্ত পরীক্ষা করে নির্দিষ্ট মাত্রার চেয়ে দ্বিগুনেরও বেশি অ্যালকোহলের অস্তিত্ব ধরা পড়ে। পুলিশের হাতে আটক হলেও পরবর্তীতে জরিমানা গুনে তিনি ছাড়া পান। এর জের ধরেই ফকনারকে চারটি আন্তর্জাতিক ম্যাচে নিষেধাজ্ঞা দিয়েছে সিএ।

২৫ বছর বয়সী এ ক্রিকেটার ইংলিশ ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি লিগে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলছেন।

ইতোমধ্যেই ম্যানচেস্টার পুলিশের কাস্টোডিতে এক রাত কাটান ফকনার। সেখানকার আদালতে আগামী ২১ জুলাই শুনানি অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে ইংল্যান্ডের মাটিতে তার গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজের পরই ৩১ আগস্ট আয়ারল্যান্ডের সঙ্গে একটি ওয়ানডে ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। এরপর সিরিজের একমাত্র  টি-টোয়েন্টি ম্যাচে ইংলিশদের মুখোমুখি হবে সফরকারীরা। তাই অজিদের হয়ে প্রথম দুই ওয়ানডে পর্যন্ত নিষেধাজ্ঞার আওতায় থাকবেন ফকনার। তবে পুরো সিরিজেই তাকে দলের বাইরে রাখা হতে পারে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।