ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

পঞ্চম ওয়ানডেতে হার টাইগার যুবাদের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৭ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
পঞ্চম ওয়ানডেতে হার টাইগার যুবাদের ছবি: সংগৃহীত

ঢাকা: সাত ম্যাচ সিরিজের পঞ্চম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৩৪ রানে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

পিতারমারিসবার্গের সিটি ওভালে মঙ্গলবার (১৪ জুলাই) বৃষ্টিবিঘ্নিত পঞ্চম ওয়ানডেতে কার্টেল ওভারের (৩৮ ওভার) ম্যাচে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৮৩ রান করে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল।


 
জবাবে ৩১ ওভারে ১৪৯ রানে অলআউট হয়ে যায় টাইগার যুবারা। এ হারের ফলে সিরিজ জয়ের অপেক্ষা বাড়লো সফরকারীদের। সামনের দুটি ম্যচের একটিতে জিতলেই সিরিজ জিতবে টাইগার যুবারা। সাত ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-২ ব্যবধানে এগিয়ে আছে সফরকারীরা।

বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদি হাসান ও মোসাব্বেক হোসেন জুটি জয়ের আশা জাগিয়ে দারুণ এক লড়াই করে ব্যাটে। মাত্র ১২.২ ওভার ব্যাট করে ৮০ রান তোলার পর ভেঙ্গে যায় সপ্তম উইকেট জুটিটি।

৪০ রান করে মোসাব্বেক ফিরে যাওয়ার কিছুক্ষণ পরই ৬৭ রান করে বিদায় নেন মেহেদি। সাত ওভার বাকি থাকতেই অলআউট হয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

সিরিজের প্রথম দুই ম্যাচে টানা জয় পায় সফরকারী টাইগার যুবারা। তৃতীয় ম্যাচে জেতার পর পঞ্চম ম্যাচে আবার ঘুরে দাঁড়ায় প্রোটিয়া যুবারা।

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
এসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।