ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

লাকি গ্রাউন্ডে জয়ের প্রত্যাশায় চট্টগ্রামবাসী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
লাকি গ্রাউন্ডে জয়ের প্রত্যাশায় চট্টগ্রামবাসী ছবি: উজ্জ্বল ধর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম: মোহতাসির মনি। চট্টগ্রাম সিটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

মুখে লাল-সবুজ উল্কি আঁকা, হাতে জাতীয় পতাকা। বন্ধুদের সঙ্গে খেলা দেখতে এসেছেন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশ জিতবে বলে উচ্ছ্বাস প্রকাশ করেন মোহতাসির মনি বলেন, ‘নিজেদের মাঠে প্রিয় দলের খেলা না দেখে তো আর ঘরে বসে থাকতে পারি না। চট্টগ্রামের মাঠ হচ্ছে লাকি গ্রাউন্ড। এখানে অনেকগুলো ম্যাচে বাংলাদেশ জিতেছে। এ ম্যাচেও বাংলাদেশ জিতবে। তাই গ্যালারিতে বসে সমর্থন জানাতে এসেছি। একইসঙ্গে নিজেকে সিরিজ জয়ের সাক্ষী করে রাখতে চাই। ’

ঠিক একই অভিমত সপরিবারে খেলা দেখতে আসা গৃহিণী শারমিন আক্তারেরও। তার ভাষায়, ‘পাকিস্তান ও ভারতকে হারিয়ে আমরা সিরিজ জয় করেছি। চট্টগ্রামে তৃতীয় ওয়ানডে ম্যাচ জিতে আমরা সিরিজ জয়ের হ্যাট্রিক করতে চাই। ’

শুধু মনি কিংবা শারমিন আক্তার নয়। প্রিয় দলকে সমর্থন জানাতে সকাল থেকেই মাঠে এসেছেন বন্দরনগরীর দর্শকরা। কারও হাতে জাতীয় পতাকা আবার কারও মুখে লাল সবুজের উল্কি। কেউবা এসেছেন বাঘের পুতুল নিয়ে। তবে ভিন্ন সাজে স্টেডিয়ামে আগমন হলেও সবার লক্ষ্য একটাই- বাংলাদেশের জয়। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ জয়ের সাক্ষী হয়ে থাকুক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এমন প্রত্যাশাই চট্টগ্রামবাসী ক্রিকেটভক্তদের।

গত বছরের নভেম্বর-ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের সূচনা হয়েছিল এখানেই। প্রথম দুটি ওয়ানডে জয়ের পর মিরপুরে ফিরে বাকি তিনটিতেই জয় পায় বাংলাদেশ। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের স্তম্ভ তৈরি হয়েছে মিরপুরে, দ্বিতীয় ওয়ানডেতে প্রোটিয়াদের সাত উইকেটে উড়িয়ে দিয়ে। সিরিজ সমতায় (১-১) ফেরার পর এবার হোম ভেন্যুতে টানা চার সিরিজ জয়ের কীর্তি গড়ার সামনে টাইগাররা।

এছাড়া জহুর আহমেদ স্টেডিয়ামের সঙ্গে বাংলাদেশ দলের রয়েছে আলাদা সম্পর্ক। কেননা এ মাঠ টাইগারদের ‘লাকি গ্রাউন্ড’ হিসেবে পরিচিত।   তাই চাপও একটু বাড়তি।

চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হুমাইরা আমিন বাংলানিউজকে বলেন, ‘অনেক কষ্ট করে খেলার টিকিট সংগ্রহ করেছি। তাই জাতীয় দলের প্রতি আমাদের চাওয়াটাও বেশি। আর টাইগাররা খেলে জিততে জানে। আমরা আশা করি বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে সহজে হারাতে পারবে। ’

২০০৬ সালে আন্তর্জাতিক অভিষেকের পর এ মাঠে এ পর্যন্ত ১৫টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ দল। এর মধ্যে ৯টিতেই জয় পেয়েছে স্বাগতিকরা। সর্বশেষ ১০ ওয়ানডের মধ্যে ৮টিতেই জয়ী টাইগাররা। টস জিতে আগে ব্যাট করে সাফল্য কমই পেয়েছে বাংলাদেশ দল। এ মাঠে ৮ বার টস জিতে ব্যাটিং নিয়ে স্বাগতিকরা জয় পেয়েছে ৩টিতে, হেরেছে ৫টি ম্যাচ। টস জিতে ফিল্ডিং নিয়ে ৭ বারের মধ্যে ৪বার জয় এসেছে টাইগার শিবিরে।    

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
বিপি/আইএসএ/টিসি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।