ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

২০০ উইকেট ক্লাবে সাকিব

স্পোটর্স ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
২০০ উইকেট ক্লাবে সাকিব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

একদিনের আন্তর্জাতিক ম্যাচে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন বিশ্ব ক্রিকেটের নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান। বুধবার (১৫ জুলাই) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে প্রোটিয়াদের নির্ভরযোগ্য ব্যাটসম্যান হাশিম আমলাকে উইকেটকিপার মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিতে বাধ্য করে এ মাইলফলক স্পর্শ করেন তিনি।



নিজের ১৫৬তম ম্যাচে এসে ২০০ উইকেট অর্জন করেন সাকিব। ২০১১ সালে এই চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেরা ১৬ রান দিয়ে ৪ উইকেট নেন সাকিব।

খেলা শুরুর আগে থেকেই ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে টাইগার ভক্তদের মধ্যে কমেন্টের ছোড়াছুড়ি চলছিল। কে আগে স্পর্শ করবে কাঙ্ক্ষিত মাইলফলক! সাকিব নাকি মাশরাফি? ভক্তদের কমেন্টের জোর সাকিবের দিকেই ছিল বেশি। আর শেষ পর্যন্ত তাই হলো। তবে তাদের আশা এই ম্যাচেই মাশরাফিও স্পর্শ করবে সেই মাইলফলক।

অন্যদিকে মাশরাফি ১৫৬ ম্যাচ খেলে ৩০.৮৯ গড়ে নিয়েছেন ১৯৯ উইকেট। সেরা বোলিং ২৬ রানের বিনিময়ে ৬ উইকেট। ২০০৬ সালে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে তিনি এ সেরা বোলিং করেন। তবে ২০০ উইকেট ক্লাবে প্রথম নাম লিখিয়েছেন বাংলাদেশের আরেক স্পিনার আবদুর রাজ্জাক। ১৫৩ ম্যাচ খেলে ২৯.২৯ গড়ে রাজ্জাক নিয়েছেন ২০৭ উইকেট। সেরা বোলিং ২৯ রানে ৫ উইকেট। ২০০৯ সালে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে।

ভক্তদের প্রত্যাশা সাকিব-রাজ্জাকের পথ অনুসরণ করে মাশরাফিও ২০০ উইকেট লাভ করবেন। হতে পারে এই ম্যাচেই সেই শুভক্ষণ এতে যেতে পারে। সেই অপেক্ষায় কোটি টাইগারভক্ত।
  
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
এসএইচ

** মাইলফলকের দ্বারপ্রান্তে মাশরাফি-সাকিব
** মাইলফলকের সামনে সাকিব-মাশরাফি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।