ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

খেলা শুরু হতে হবে ১০:২০ মিনিটের আগে এবং...

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
খেলা শুরু হতে হবে ১০:২০ মিনিটের আগে এবং... ছবি: উজ্জ্বল ধর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বৃষ্টির হানায় আপাতত বন্ধ রয়েছে চট্টগ্রামে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ওয়ানডে সিরিজ নির্ধারণী ম্যাচ। সিরিজের জন্য রিজার্ভ ডে না থাকায় বুধবারই (১৫ জুলাই) শেষ করতে হবে ম্যাচটি।



বৃষ্টির কারণে এরই মধ্যে সময় নষ্ট হওয়ায় খেলা আবার শুরু হবে ডার্কওয়ার্থ লুইস (ডি/এল) পদ্ধতিতে ওভার কাটছাঁট করেই।

আর বৃষ্টি যদি অনেক লম্বা সময় ধরে কিংবা রাত পর্যন্ত বর্ষিত হতে থাকে, তবে খেলা ডি/এল পদ্ধতিতে শুরু হওয়ার সুযোগ পাবে রাত ১০টা ২০ মিনিটে পর্যন্ত। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা আর ব্যাটিংয়ের সুযোগ পাবে না। তখন বাংলাদেশ ব্যাটিং পাবে ২০ ওভারের। আর টাইগারদের জয়ের টার্গেট দাঁড়াবে ৯৯ রান।

আর যদি বুধবার জহুর ‍আহমেদ চৌধুরী স্টেডিয়ামের এ খেলা আর মাঠে না-ই গড়ায়; তবে, প্রোটিয়া-টাইগার ওয়ানডে সিরিজের লড়াই মীমাংসা হবে ১-১ এ।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।