চট্টগ্রাম থেকে: বৃষ্টিবিঘ্নিত ম্যাচে সিরিজ জয়ের লক্ষ্যে সতর্কভাবে ব্যাট করছেন বাংলাদেশের দুই বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও সৌম্য সরকার। সিরিজ জয়ের জন্য টাইগারদের প্রয়োজন ১৭০ রান।
টসে জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতেই চাপের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকা। মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানের দুর্দান্ত বোলিংয়ে ৫০ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে প্রোটিয়ারা।
এরপর বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করেন জেপি ডুমিনি ও ডেভিড মিলার। কিন্তু তাদের প্রচেষ্টাও গুঁড়িয়ে দেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মাশরাফি বিন মর্তুজার ২০০তম উইকেটে নিজেদের পঞ্চম উইকেট খোয়ায় দক্ষিণ আফ্রিকা।
দলীয় ৩০ ওভারের শেষ বলে বাংলাদেশ অধিনায়কের বলে মারতে গিয়ে সাব্বির রহমানের ক্যাচে পরিণত হন ডেভিড মিলার। শেষ পর্যন্ত নির্ধারিত ৪০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করতে পারেন হাশিম আমলার বাহিনী।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
এমজেএফ
** টাইগারদের টার্গেট ১৭০
** প্রতিরোধ গুঁড়িয়ে দিলেন মাশরাফি
** মাশরাফির ২০০তম উইকেটে দিশেহারা প্রোটিয়ারা
** ডুমিনি-মিলারের প্রতিরোধ চেষ্টা
** খেলা শুরু হতে হবে ১০:২০ মিনিটের আগে এবং...
** থেমেছে বৃষ্টি, খেলা শুরুর অপেক্ষা
** বৃষ্টি হানায় বন্ধ ম্যাচ
** দলকে টানছেন মিলার-ডুমিনি
** আমলাকে ফেরালেন সাকিব
** দু’বার বেঁচে গেলেন আমলা
** সাকিবের ঘূর্ণিতে ফিরলেন প্লেসিস
** শুরুতেই ডি কককে ফেরালেন মুস্তাফিজ
** সিরিজ জিততে ফিল্ডিংয়ে টাইগাররা
** টস জিতে ব্যাটিং নিয়েছে প্রোটিয়ারা