ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

অর্ধশতকে রানে ফিরলেন তামিম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪২ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
অর্ধশতকে রানে ফিরলেন তামিম ছবি: উজ্জ্বল ধর- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজ নির্ধারণী এ ম্যাচে জিতলে টানা চার ওয়ান ডে সিরিজ জেতা হবে স্বাগতিক টাইগারদের। এমন এক গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৫ ম্যাচ পর রানে ফিরলেন বাংলাদেশ দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।



বৃষ্টিবিঘ্নিত নির্ধারিত ৪০ ওভারের ম্যাচে দক্ষিণ আফ্রিকা দেওয়া ১৭০ রানের টার্গেটে খেলতে নেমে ক্যারিয়ারের ৩১তম হাফসেঞ্চুরি তুলে নিলেন তামিম। এ হাফসেঞ্চুরি পেতে তিনি ৭০ বল খেলেন।

এর আগে ৪১ বল খেলে ৮ চারের সাহায্যে অর্ধশতক পূর্ণ করেন আরেক ওপেনার সৌম্য সরকার। ১০ উইকেট হাতে রেখেই ম্যাচ জিততে টাইগারদের দরকার আর মাত্র ২৬ রান।

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।