ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

সিরিজ জেতায় টাইগারদের খালেদার অভিনন্দন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১১ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
সিরিজ জেতায় টাইগারদের খালেদার অভিনন্দন খালেদা জিয়া / ফাইল ফটো

ঢাকা: চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
 
বুধবার (১৫ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিশাল ব্যবধানে সফরকারী দক্ষিণ আফ্রিকা দলকে হারায় মাশরাফি বাহিনী।



এরপর পরই এক বিবৃতিতে এ অভিনন্দন জানান খালেদা জিয়া। বিএনপির প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য জানান।
 
বিবৃতিতে খালেদা জিয়া ক্রিকেট‍ারদের পাশাপাশি বোর্ডের কর্মকর্তা-কর্মচারী, কোচিং স্টাফ, ক্রিকেটের পৃষ্ঠপোষক এবং দর্শকদের অভিনন্দন জানিয়েছেন।
 
বাংলাদেশ সময়: ২৩০৯ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
এজেড/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।