ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

ঈদের আগে ঈদ আনন্দ

বিপ্লব পার্থ,স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
ঈদের আগে ঈদ আনন্দ ছবি: উজ্জ্বল ধর- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম,চট্টগ্রাম: সন্নিকটে ঈদ।   প্রিয়জনের কাছ থেকে ঈদের স্পেশাল উপহার সবার কাছে কাম্য।

  কিন্তু সেই উপহার যদি হয় জাতীয় দলের কাছ থেকে সিরিজ জেতার।   তবে সেই আনন্দ বেড়ে হয় শতগুণ।   চট্টগ্রামবাসীর জন্য এ যেন ঈদের আগে ঈদ আনন্দ।   আর লাকি গ্রাউন্ডের মানও রেখেছে বার আউলিয়ার পূণ্যভূমি চট্টগ্রাম।

ঘরের মাঠে ওয়ানডে সিরিজের ম্যাচ সাধারণত মিরপুর থেকে শুরু হয়ে শেষ হয় চট্টগ্রামে। কোনো কোনো বার চট্টগ্রামে শুরু হয়ে শেষ হয় মিরপুর এসে। কোনো কোনো সময় আবার নানাবিধ কারণে এর ব্যত্যয়ও ঘটে। যেমন ভারতের বিপক্ষে সিরিজে কোনো ম্যাচ পায়নি চট্টগ্রাম ভেন্যু। তবে এবার সেই আফসোস ঘুচে ইতিহাস গড়ল  বাংলাদেশের লাকি ভেন্যু খ্যাত জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
 
প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকাকে সিরিজ হারানোর কৃতিত্ব দখল করে নিল চট্টগ্রামবাসী।   সিরিজের শিরোপা নির্ধারণী ম্যাচে প্রোটিয়াদের টাইগাররা হারালো ৯ উইকেটে।   দেশের মাটিতে টানা চার সিরিজ জয়ের কৃতিত্বে ভাগ বসালো বন্দরনগরীর স্টেডিয়ামটি।

ইতিহাসের সাক্ষী হতে পেরে আনন্দিত চট্টগ্রাম বাসীও।   তাই প্রাকৃতিক বাধাকে জয় করে খেলা শেষ হওয়া পর‌্যন্ত কানায় কানায় পূর্ণ ছিল স্টেডিয়াম।

হাটহাজারী থেকে মাঠে খেলা দেখতে এসেছিল  সিটি কলেজের বিএসের শিক্ষার্থী অভিজিৎ মজুমদার।   তিনি বাংলানিউজকে বলেন,‘অনেক কষ্ট করে টিকেট সংগ্রহ করে প্রিয় দলের খেলা দেখতে মাঠে এসেছিলাম।   তারা আমাদের বিমুখ করেনি। ’

আগ্রাবাদ থেকে আসা ব্যবসায়ী মারুফুর রহমান বাংলানিউজকে বলেন, ‘জাতীয় দলের কাছ থেকে ঈদের আগে যেন এক অমূল্য উপহার দেশবাসী পেল।   আর এর অংশীদার হয়ে আমিও নিজেকে ধন্য মনে করি। ’
 
গত বছরের নভেম্বর-ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের সূচনা হয়েছিল এখানেই। প্রথম দুটি ওয়ানডে জয়ের পর মিরপুরে ফিরে বাকি তিনটিতেই জয় পায় বাংলাদেশ। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের স্তম্ভ তৈরি হয়েছে মিরপুরে, দ্বিতীয় ওয়ানডেতে প্রোটিয়াদের সাত উইকেটে উড়িয়ে দিয়ে। সিরিজ সমতায় (১-১) ফেরার পর এবার হোম ভেন্যুতে টানা চার সিরিজ জয়ের কীর্তি গড়ল টাইগাররা।

বাংলাদেশ সময়: ০০০২ ঘণ্টা, জুলাই ১৬,২০১৫
বিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।