ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

শতকের চেয়ে সিরিজ জয়ের আনন্দ বেশি : সৌম্য

বিপ্লব পার্থ,স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
শতকের চেয়ে সিরিজ জয়ের আনন্দ বেশি : সৌম্য ছবি: উজ্জ্বল ধর- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম: দ্বারপ্রান্তে এসে শতক বঞ্চিত হলেও আক্ষেপ নেই তার।   শতকের চেয়ে সিরিজ জয়ের আনন্দ অনেক বেশি বলেই দাবি করেছেন বাংলাদেশ দলের তারকা ওপেনার সৌম্য সরকার।



দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয়ের পর বুধবার রাতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এ দাবি করেন শেষ ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হওয়া সৌম্য।

শতক না পাওয়ার চেয়ে ১০ উইকেটে হারাতে না পারায়  মনে দুঃখ আছে উল্লেখ করে সৌম্য বলেন, ‘আমরা চেয়েছিলাম দক্ষিণ আফ্রিকাকে দশ উইকেটের ব্যবধানে হারাতে।   কিন্তু আমরা তা পারলাম না। এ কারণে মনে কিছুটা দুঃখ রয়ে গেছে। ’

তৃতীয় ওয়ানডে নিয়ে বিশেষ কোন প্ল্যান ছিল কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমাদের বিশেষ কোন প্ল্যান ছিল না।   তবে সবার মধ্যে সিরিজ জয়ের প্রবণতা ছিল।   প্রতি ম্যাচে যেভাবে খেলি সেভাবেই খেলেছি।   আর দলের সবার ঐকান্তিক প্রচেষ্টায় দক্ষিণ আফ্রিকাকে হারানো সম্ভব হয়েছে। ’

সিরিজ জয়ে হোম কন্ডিশনটা বাড়তি সুবিধা দিয়েছে কিনা জানতে চাইলে সৌম্য বলেন,‘দক্ষিণ আফ্রিকা ভাল একটি দল।   তারা বিভিন্ন দেশে ভিন্ন কন্ডিশনে সিরিজ খেলেছে।   হোম কন্ডিশনটা এখানে ফ্যাক্টর নয়। ফ্যাক্টর হচ্ছে বাংলাদেশে দলের খেলোয়াড়দের সমন্বয় ও তিন বিভাগে ভাল করা।   এর ফলেই সিরিজ জয় সম্ভব হয়েছে। ’

সৌম্য বলেন, ‘নিজেকে ডে বাই ডে পরিবর্তন করতে চেষ্টা করি।   দেশের জন্য সর্বোচ্চটা দিতে চাই।   নিজের মধ্যে অত্যধিক জিত ও ভাল করার প্রবণতা ভাল কিছুতে পরিণত হয়েছে। ’

লর্ডসে খেলার আমন্ত্রণ পেলে কেমন লাগবে এমন প্রশ্নে সৌম্য বলেন, ‘আগে শুনতাম বাংলাদেশকে সিরিজ খেলার জন্য আমন্ত্রণ জানাতো না।   কিন্তু এখন পরিস্থিতি পাল্টেছে।   আমরা বিশ্বের যেকোন দলের বিরুদ্ধে সিরিজ জয়ে সক্ষম।   আর লর্ডসে খেলার স্বপ্ন সবার থাকে।   সুযোগ পেলে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে জয়লাভ করার সামর্থ্য বাংলাদেশ রাখে বলে দাবি করেন এ ওপেনার। ’

কিছু খেলোয়াড় নিজেদের ভিন্নধর্মী শর্টের জন্য বিশ্বে বিখ্যাত।   আপনারও পেরিস্কোপস নামে একটি শর্ট আছে।   এ শর্ট আপনার মাধ্যমে সৃষ্টি হয়েছে এমন কথা শুনলে আপনার কেমন লাগে এমন প্রশ্নে তিনি বলেন, ‘নিজের সৃষ্টির কথা সবারমুখে শুনলে যে কারো ভাল লাগবে।   তবে এখনো পর‌্যন্ত পেরিস্কোস শর্ট জনপ্রিয় হয়ে উঠেনি।   আমি চাই এটি আরো বেশি লোক মুখে ছড়িয়ে পড়ুক। ’

সিরিজ নিশ্চিত করা ম্যাচে দুর্দান্ত খেলে সৌম্য ৭৫ বল খেলে ৯০ রান করে ইমরান তাহিরের বলে হাশিম আমলার হাতে ক্যাচ আউট হন।

আউট হওয়ার আগে সৌম্য দৃষ্টিনন্দন সব শর্টে ১৩ চার ও ১ ছয়ে তিনি ঝড়ো গতিতে ৯০ রান তুলে নেন। ১৫টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৪৬.৩০ গড়ে সৌম্যর রান ৬০২।   তার ব্যাটিং ক্যারিয়ারে রয়েছে ১২৭ রানের ঝকঝকে একটি শতক।

বৃষ্টিবিঘ্নিত নির্ধারিত ম্যাচে ৪০ ওভারে ৯ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশকে ১৭০ রান টার্গেট দেয়।   যা ৯ উইকেট হাতে রেখেই মাত্র ২৬ ওভারে টপকে যায় টাইগাররা।

বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, জুলাই ১৬,২০১৫
বিপি

** দুর্দান্ত খেলেও সেঞ্চুরি বঞ্চিত সৌম্য
** টানা চতুর্থ সিরিজ জয়
** সিরিজ জয় বাংলাদেশকে অন্য উচ্চতায় নিয়ে গেল
** সিরিজ জয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
** ক্রিকেট দলকে স্পিকারের অভিনন্দন
** ঈদের আগে ঈদ আনন্দ
** সিরিজ জয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর
** সিরিজ জেতায় টাইগারদের খালেদার অভিনন্দন
** দুর্দান্ত খেলেও সেঞ্চুরি বঞ্চিত সৌম্য
** রান তোলায় টাইগার- প্রোটিয়া পার্থক্য যেখানে

** সৌম্যের দুর্দান্ত অর্ধশতক
** সিরিজ জয়ের সু-বাতাস পাচ্ছে বাংলাদেশ
** উদ্বোধনী জুটিতে টাইগারদের শতক পার
** ১০ ওভার শেষে শক্ত অবস্থানে টাইগাররা
** সতর্ক ব্যাটিংয়ে তামিম-সৌম্য
** প্রতিরোধ গুঁড়িয়ে দিলেন মাশরাফি
**  মাশরাফির ২০০তম উইকেটে দিশেহারা প্রোটিয়ারা
** ডুমিনি-মিলারের প্রতিরোধ চেষ্টা
** খেলা শুরু হতে হবে ১০:২০ মিনিটের আগে এবং...
** থেমেছে বৃষ্টি, খেলা শুরুর অপেক্ষা
** বৃষ্টি হানায় বন্ধ ম্যাচ
** দলকে টানছেন মিলার-ডুমিনি
** আমলাকে ফেরালেন সাকিব
** দু’বার বেঁচে গেলেন আমলা
** সাকিবের ঘূর্ণিতে ফিরলেন প্লেসিস
** শুরুতেই ডি কককে ফেরালেন মুস্তাফিজ
** সিরিজ জিততে ফিল্ডিংয়ে টাইগাররা
** টস জিতে ব্যাটিং নিয়েছে প্রোটিয়ারা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।