ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

সিরিজ জয়ে জামায়াত-শিবিরের অভিনন্দন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৩ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
সিরিজ জয়ে জামায়াত-শিবিরের অভিনন্দন

ঢাকা: তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের বিরুদ্ধে জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির।

বুধবার (১৫ জুলাই) রাতে সংবাদ মাধ্যমে পাঠানো পৃথক বার্তায় এ অভিনন্দন জানানো হয়েছে।



জামায়াতের সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এবং শিবিরের সভাপতি আব্দুল জব্বার ও সেক্রেটারি আতিকুর রহমানের পক্ষ থেকে এ অভিনন্দন জানানো হয়।

বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজার, কোচ, ক্রিকেট বোর্ডের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকেও অভিনন্দন জানিয়ে ক্রিকেট দলের উত্তরোত্তর সাফল্য, উন্নতি ও সমৃদ্ধি কামনা করেছেন তারা।

বাংলাদেশ সময়: ০৫৪০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫     
এমজেড/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।