ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

সিরিজে সমতা আনল লঙ্কানরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
সিরিজে সমতা আনল লঙ্কানরা ছবি: সংগৃহীত

ঢাকা: পাল্লেকেলেতে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। এর মধ্য দিয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-১ এ সমতায় ফিরল লঙ্কানরা।

১৯ জুলাই কলম্বোতে তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কাকে ২৮৮ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় পাকিস্তান। লঙ্কানদের হয়ে এ ম্যাচে অলরাউন্ডার সাচিথ পাথিরানার অভিষেক ঘটে। অভিষেক ম্যাচেই ২৬ বছর বয়সী এ ক্রিকেটার দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

জয়ের লক্ষ্যে অনেকটা টি-টোয়েন্টি স্টাইলে ব্যাটিং শুরু করেন ‍কুশাল পেরেরা ও তিলেকারাত্নে দিলশান (৪৭)। ওপেনিং জুটিতেই তারা ৯২ রান তোলেন। ওয়ান ডাউনে নামা উপুল থারাঙ্গার ব্যাট থেকে আসে ২৮ রান।

লঙ্কানদের হয়ে একদিনের ক্রিকেটে দ্রুততম অর্ধশতকের মালিক সনাৎ জয়সুরিয়ার পাশে নাম লেখান পেরেরা। মাত্র ১৭ বলে তিনি ফিফটি তুলে নেন। তার ৬৮ রানের (২৫ বল) ইনিংসে ১৩টি চার ও দুটি ছয়ের মার রয়েছে।

শেষদিকে মিলিন্ডা সিরিবর্ধনে ২৬, পাথিরানা ৩৩ ও দিনেশ চান্দিমালের অপরাজিত ৪৮ রানে ভর করে ১১ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।

পাকিস্তানের হয়ে রাহাত আলী তিনটি উইকেট লাভ করেন। মোহাম্মদ হাফিজ নেন দুই উইকেট। মোহাম্মদ ইরফান ও আনোয়ার অালী একটি করে উইকেট নেন।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে আজহার আলী (৭৯), শোয়েব মালিক (৫১) ও মোহাম্মদ রিজওয়ানের অর্ধশতকে ভর করে আট উইকেট হারিয়ে ২৮৭ রান সংগ্রহ করে পাকিস্তান। ওপেনার আহমেদ শেহজাদ ৩০ ও শেষদিকে পেসার আনোয়ার আলী ২৯ রানে অপরাজিত থাকেন।

লঙ্কানদের হয়ে লাসিথ মালিঙ্গা ও পাথিরানা দুটি করে উইকেট লাভ করেন। এছাড়াও অ্যাঞ্জেলো ম্যাথিউস, নুয়ান প্রদীপ, সিরিবর্ধনে ও দিলশান একটি করে উইকেট নেন।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।