ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রোহিতকে পেছনে ফেললেন সৌম্য

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
রোহিতকে পেছনে ফেললেন সৌম্য ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: সৌম্য সরকারের অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও তার ব্যাট থেকে আসে ৮৮ রান।

এমন ধারাবাহিক ব্যাটিংয়ের পুরস্কারটাও হাতেনাতে পেয়ে গেলেন ২২ বছর বয়সী এ বাঁহাতি ব্যাটসম্যান।

প্রোটিয়াদের বিপক্ষে তৃতীয় ওয়ানডের পর ওডিআই র‌্যাংকিং হালনাগাদ করে আইসিসি। নতুন র‌্যাংকিংয়ে ব্যাটসম্যানদের মধ্যে ১৫ নম্বরে শোভা পাচ্ছে সৌম্যর নাম। তার পেছনেই রয়েছেন এক দিনের ক্রিকেটে দুটি ডাবল সেঞ্চুরির মালিক রোহিত শর্মা। এমন পারফরম্যান্স ধরে রাখতে পারলে অচিরেই সেরা দশে উঠে আসবেন সৌম্য।

যথারীতি ৮৮৯ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছেন এবি ডি ভিলিয়ার্স। দুইয়ে কুমার সাঙ্গাকারা ও তিনে হাশিম আমলা। দুজনের রেটিং পয়েন্ট যথাক্রমে ৮৫১ ও ৮০৬।

প্রোটিয়াদের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জেতায় ওডিআই টিম র‌্যাংকিংয়ে বাংলাদেশের তিন রেটিং পয়েন্ট বেড়েছে। অবশ্য ৯৬ রেটিং পয়েন্ট নিয়ে সপ্তম অবস্থানেই রয়েছে টাইগাররা। দুই পয়েন্টে এগিয়ে ইংল্যান্ড।

তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে খারাপ করলে ইংলিশদের বাংলাদেশের পেছনে পড়ার আশঙ্কা রয়েছে। সমান ৮৮ রেটিং পয়েন্ট নিয়ে অষ্টম ও নবম স্থানে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। আর শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার সংগ্রহ ১২৯ রেটিং পয়েন্ট।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।