ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের ঈদের ছুটি দুই দিন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
টাইগারদের ঈদের ছুটি দুই দিন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সফল এক ওয়ানডে সিরিজ শেষ করেছে বাংলাদেশ দল। শক্তিশালী প্রোটিয়াদের ২-১ ব্যবধানে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে টাইগাররা।

দেশের মাটিতে টানা চারটি সিরিজ জিতে ক্রিকেটের অনন্য উচ্চতায় আসীন হয়েছে বাংলাদেশ।

ঈদ আনন্দের আগেই আরেকটি উৎসবে মেতেছে দেশের ১৬ কোটি প্রাণ। সারা দেশের মানুষকে আনন্দের এমন বাণ যারা এনে দিলেন সেই ক্রিকেটাররা ঈদের ছুটি পাচ্ছেন মাত্র দুই দিন (১৮ ও ১৯ জুলাই)। সামনে প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজ বলেই সংক্ষিপ্ত ছুটি ক্রিকেটারদের। তবে ছুটি কাটাতে চাচ্ছেন না অনেকে ক্রিকেটারই!

বৃহস্পতিবার (১৬ জুলাই) এমনটাই জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।

টেস্ট সিরিজে পুরোপুরি মনযোগী হতে দেশের বাড়িতে ঈদের ছুটি কাটাতে যাচ্ছেন না অনেক ক্রিকেটারই। ওয়ানডেতে বরাবরই ভালো করলেও টেস্টে দুর্বলতা রয়েই গেছে টাইগারদের। তাইতো ছুটির এ সময়টুকু চট্টগ্রামের আলো-বাতাসে কাটাতে চান ক্রিকেটাররা। প্রয়োজনে ছুটির সময়েও ঐচ্ছিক অনুশীলনে নামতে ‍পারেন টাইগার ক্রিকেটাররা।

টেস্ট স্কোয়াডের ক্রিকেটারদের মধ্যে তামিম-মুমিনুলসহ ৬-৭ জন ক্রিকেটার ঈদ-আনন্দ ভাগাভাগি করতে পরিবারের কাছে ছুটে যাবেন বলে জানা গেছে। তামিম ইকবাল চট্টগ্রামের ছেলে হওয়ায় পরিবারের সঙ্গেই ঈদ করবেন। মুমিনুল হক চট্টগ্রাম থেকে চলে যাবেন কক্সবাজারে বাবা-মা-বোনের সঙ্গে ঈদ করতে।

শুধুমাত্র ওয়ানডে স্কোয়াডে থাকা ক্রিকেটাররা চট্টগ্রাম ছেড়েছেন।

২১ জুলাই থেকে মুশফিক বাহিনীকে দিতে হবে টেস্ট ক্রিকেটের পরীক্ষা। ওই দিন থেকেই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। এরপর আগামী ৩০ জুলাই মিরপুরে গড়াবে দ্বিতীয় টেস্ট।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।