ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ সফর ভারত সফরে কাজ দিবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৫
বাংলাদেশ সফর ভারত সফরে কাজ দিবে ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: বাংলাদেশের কাছে ২-১ এ ওয়ানডে সিরিজ হারের ক্ষত এখনো শুকায়নি। এর মধ্যে চট্টগ্রাম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ভালোই চাপে রেখেছিল রয়েল বেঙ্গল টাইগাররা।

টাইগারদের আক্রমণ ভালো ভাবে অনুভব করেছে আফ্রিকার সিংহরা। তবে বাংলাদেশ সফর তিনমাস পর ভারত সফরে কাজ দিবে বলে মনে করেন প্রোটিয়া অধিনায়ক হাশিম আমলা।

শনিবার (২৫ জুলাই) সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

আমলা বলেন, ‘ওপেনার এবং টেম্বা বাভুমা অসাধারণ খেলেছে। স্টিয়ানও খুব ভালো করেছে। তারা দলের জন্য নির্ভরযোগ্য হতে পারে। দুইজনেই ঘরোয়া ক্রিকেটে ভালো করেই দলে এসেছে। তাদের আত্মবিশ্বাস দলকে অনেক এগিয়ে নিয়ে যাবে বলে আমি মনে করি। ’

তিনি বলেন, প্রথম ইনিংসে টেম্বার ৫০ রানের ফাউন্ডেশনটা অনেক ভালো ছিল। ডুপ্লেসিসও ভালো করেছে। সবাই কিছু না কিছু সহায়তা করেছে। এখান থেকে পরের টেস্টের জন্য আত্মবিশ্বাস পাবো। আমাদের সিমাররাও চেষ্টা করেছে উইকেট তুলে নেওয়ার জন্য।   স্পিনার সায়মন হারমার ৩ উইকেট তুলে নিয়েছে। এটা দলের জন্য অনেক ভালো ছিল। তিন মাস পর ভারত সফরে এ সফরটা অনেক কাজ দিবে। ’

ঢাকা টেস্টের জন্য দলে কোন পরিবর্তন আসছে কিনা এমন প্রশ্নে হাশিম বলেন, ‘আমরা আসলে কন্ডিশন অনুযায়ী পরিবর্তন আনি দলে। আগে কন্ডিশন দেখবো, তারপর বলতে পারবো পরিবর্তন হবে কিনা।

জেপি ডুমিনিকে বোলিংয়ে ব্যবহার করা না করা প্রসঙ্গে আমলা বলেন, ‘জেপি খুব ভালো ব্যাট করেছে। তাকে বোলিংয়ে ব্যবহারের প্রয়োজন ছিল না। পরের টেস্টে হয়তো ব্যবহার করবো। স্টিয়ান কিংবা অন্য অপশনাল স্পিনাররা ছিল। ’

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জুলাই ২৫,২০১৫
বিপি/টিসি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।