ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

বিয়ে করছেন আশরাফুল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৫
বিয়ে করছেন আশরাফুল

ঢাকা: বিয়ে করছেন ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। আর দেরি নয়, চলতি বছরের ডিসেম্বরেই শুভ কাজটি সেরে ফেলবেন তিনি।



পাত্রীর নাম অনিকা তাসলিমা অর্চি। গ্রামের বাড়ি ভৈরব। তবে এখন রাজধানীর এ্যালিফ্যান্ট রোডে পরিবারের সঙ্গে থাকেন। বাবা ব্যবসায়ী। দুই বোনের মধ্যে অর্চি সবার বড়।

জানা যায়, ইতোমধ্যে গত ১৫ জুলাই দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আশরাফুল ও অর্চির আংটি বদল হয়েছে। আসছে ডিসেম্বরেই তাদের বিয়ে হচ্ছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ বিষয়ে আশরাফুল বিভিন্ন সংবাদমাধ্যমে জানিয়েছেন, বিয়ের সব প্রস্তুতিই নিয়ে রাখা হয়েছে। পাত্রীও চূড়ান্ত। পারিবারিকভাবেই বিয়ের সব আয়োজন করা হচ্ছে।

তিনি ‍আরও জানান, তার হবু স্ত্রী বর্তমানে পড়াশোনা করছেন। প্রাথমিকভাবে ডিসেম্বর মাসে বিয়ের সময় হতে পারে। আর বৌ-ভাত হবে বিয়ের পরদিন।

ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে বর্তমানে নিষিদ্ধ রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তবে অতি দ্রুত নিষেধাজ্ঞা কাটিয়ে তিনি ক্রিকেটে ফিরবেন বলে আশা প্রকাশ করছেন। বিয়ের পরে ব্যক্তিগত জীবন আর ক্রিকেট নিয়ে নতুন একটি ইনিংস শুরু হবে বলে আশাবাদ আশরাফুল ভক্তদের।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৫
আইএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।