ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এক কাতারে দুই অধিনায়ক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৫
এক কাতারে দুই অধিনায়ক ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম থেকে: মাঠে দুইজন দুই দলের নেতৃত্বদানকারী।   একজন দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক হাশিম আমলা।

অন্যজন বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম।   কিন্তু মাঠের প্রতিদ্বন্দ্বীতা ভুলে এক কাতারে ঈদের নামাজ আদায় করেছেন দুইজনেই। কারণ ঈদ মানে আনন্দ।   একে অপরের কাছে আসার দিন ঈদ।  

মুশফিক-আমলার সঙ্গে নামাজ পড়েন ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ ও তাইজুল ইসলাম।   এছাড়া বিসিবি ও দক্ষিণ আফ্রিকা দলের কয়েকজন কর্মকর্তাও তাদের সঙ্গে নামাজ আদায় করেন।   

শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে আটটায় নগরীর দামপাড়া পুলিশ লাইন মসজিদে ঈদের নামাজ আদায় করেন তারা।
 
গত ১৫ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৯ উইকেটের ব্যবধানে হারিয়ে ২-১ এ সিরিজ জয় করে টাইগাররা।   ঈদের জন্য ১৮ জুলাই ও ১৯ জুলাই দুই দিনের ছুটি পেয়েছেন স্বাগতিক ক্রিকেটাররা।   তামিম, সাকিব, সৌম্য, ইমরুল কায়েস, নাছিরসহ অন্য খেলোয়াড়রা ঈদের ছুটিতে চট্টগ্রাম ছাড়লেও হোটেলেই রয়ে গেছেন মুশফিক, রিয়াদ, রুবেল, তাইজুল, মুস্তাফিজ ও লিটন।

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।   এছাড়া টেস্ট সিরিজ জয়ে সকলের দোয়াও প্রার্থনা করেছেন তারা।

আগামী ২১ জুলাই (মঙ্গলবার) থেকে চট্টগ্রামে প্রথম টেস্ট শুরু হবে।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, জুলাই ১৮,২০১৫
বিপি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।