ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শেষ ম্যাচেও জিতলো টাইগার যুবারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, জুলাই ২০, ২০১৫
শেষ ম্যাচেও জিতলো টাইগার যুবারা ছবি : সংগৃহীত

ঢাকা: দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ এর বিপক্ষে সাত ম্যাচ সিরিজের শেষ ম্যাচও জিতে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ডারবানের কিংসমেডে অনুষ্ঠিত নিয়মরক্ষার এ ম্যাচে জয়রাজ শেখের ৯০ রানের ওপর ভর করে টাইগার যুবারা ২২ রানের জয় পায়।

টাইগারদের করা ২৬৬ রানের জবাবে ৪৯.২ ওভারে ২৪৪ রানেই গুটিয়ে যায় প্রোটিয়ারা। সিরিজে ৫-২ ব্যবধানে টাইগারদের জয় হলো।

২৬৭ রানের জয়ের লক্ষে খেলতে নেমে সফরকারী বোলারদের দাপুটে বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। তবে এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিং করতে থাকেন লিয়াম স্মিথ। কিন্তু নাজমুল হোসেন শান্তর বলে স্মিথ ৮৯ রান করে বোল্ড হন।

এদিকে শেষ দিকে ডায়ান গালিয়েমের ব্যাটিং স্বাগতিকদের জয়ের আশা জাগালেও বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ তাকে প্যাভিলিওনে ফেরান। গালিয়েমের ব্যাট থেকে আসে ৬৫ রান। মেহেদি সর্বোচ্চ চারটি উইকেট নেন।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটসম্যানদের দায়িত্বশীল ব্যাটিংয়ে নির্ধারিত ওভার শেষে ছয় উইকেট হারিয়ে ২৬৬ রান তোলে সফরকারীরা। ম্যাচ সেরা জয়রাজ ১০৬ বলে ছয় চার ও দুই ছয়ে ৯০ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন। এছাড়া ৪৫ রান আসে ওপেনার সাইফ হাসানের ব্যাট থেকে। সিরিজ সেরা হন ওপেনার পিনাক ঘোষ।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, জুলাই ২০, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।