ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

টেস্টে মুস্তাফিজের চমক চান মুশফিক

বিপ্লব পার্থ,স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১৫
টেস্টে মুস্তাফিজের চমক চান মুশফিক ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম থেকে: ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের যথেষ্ট ভুগিয়েছেন বাংলাদেশের বাঁহাতি বোলার মুস্তাফিজুর রহমান।   টেস্টেও মুস্তাফিজের কাছ থেকে চমক আশা করেছেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম।

সোমবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ পর্যন্ত ৬ ওয়ানডেতে ১৮ উইকেট তুলে নিয়েছেন মুস্তাফিজ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা ওয়ানডে সিরিজে বাংলাদেশের সেরা বোলার ছিলেন পাঁচ উইকেট নেওয়া মুস্তাফিজ। এখনও টেস্ট না খেলা এ তরুণ সম্পর্কে বেশ আশাবাদী টাইগার দলপতি।

মুস্তাফিজুর রহমানের বিষয়ে মুশফিক বলেন, ‘গত তিন সিরিজে মুস্তাফিজ খুব ভাল বোলিং করেছে। তার টেস্ট খেলার অভিজ্ঞতা না থাকলে সে অনেক ঘরোয়া ম্যাচ খেলেছে।   যা তার অভিজ্ঞতাকে বৃদ্ধি করেছে। এছাড়া দক্ষিণ আফ্রিকার ৪-৫ জন খেলোয়াড় ছাড়া বাকিরা মুস্তাফিজের বোলিং অ্যাকশন সম্পর্কে জানে না।   ওয়ানডের মতো টেস্টেও অবাক করার মতো কিছু তার কাছ থেকে আশা করা যায়। ’

এ পর্যন্ত ১০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ২১.১৭ গড়ে ২৮ উইকেট নিয়েছেন মুস্তাফিজ।

টাইগার অধিনায়ক বলেন, বাংলাদেশের বোলাররা অনেক ভাল খেলে। টেস্ট ম্যাচে তাদের ভূমিকা অনেক বেশি। কারণ একজন ব্যাটসম্যান একবার ভুল খেললে কামব্যাক করার সম্ভাবনা  কম থাকে। কিন্তু বোলাররা প্রথম স্পেলে ভালো না করলেও দ্বিতীয় স্পেলে ফিরে আসার সুযোগ রয়েছে। বোলাররা যদি তাদের রোল প্লে করতে পারে তবে আশাকরি ভাল একটা ফলাফল আমরা টেস্টে পাবো।

আগামী ২১ জুলাই (মঙ্গলবার) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রোটিয়াদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে টাইগাররা।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, জুলাই ২০, ২০১৫
বিপি/টিসি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।