ঢাকা: শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় একদিনের ম্যাচে ১৩৫ রানের বিশাল জয় পেয়েছে পাকিস্তান। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তান আগে ব্যাট করে ৩১৬ রান করলে পরে ব্যাট করা লঙ্কানরা ৪১.১ ওভারে মাত্র ১৮১ রানেই গুটিয়ে যায়।
বড় টার্গেটে খেলতে নেমে সফরকারী বোলারদের দুর্দান্ত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট খোয়ায় অ্যাঞ্জেলো ম্যাথিউস বাহিনী। টপ অর্ডার ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নে ৫৬ রান করলেও আর কোন ব্যাটসম্যান ২০ রানের বেশী করতে পারেন নি। লেগ স্পিনার ইয়াসির শাহ সর্বোচ্চ চারটি উইকেট নেন।
এর আগে টসে জিতে ব্যাটসম্যানদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৩০০ রানের কোঠা পার করে পাকিস্তান। দলের হয়ে ম্যাচ সেরা ইনিংস খেলা সরফরাজ আহমেদ করেন সর্বোচ্চ ৭৭ রান। ৫৪ রান আসে বোলিং থেকে এ বছরের জন্য নিষিদ্ধ হওয়া মোহাম্মদ হাফিজ। এছাড়া দারুণ ব্যাটিং করেন আহমেদ শেহজাদ(৪৪), আজহার আলী(৪৯), শোয়েব মালিক ও মোহাম্মদ রিজওয়ান অপরাজিত(৪২ ও ৩৫)।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১৫
এমএমএস