ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চার ঘণ্টার ঘাম ঝরানো অনুশীলন প্রোটিয়াদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১৫
চার ঘণ্টার ঘাম ঝরানো অনুশীলন প্রোটিয়াদের ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম থেকে: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরুর আগেরদিন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন সেরেছে দক্ষিণ আফ্রিকা দল। সোমবার দুপুর একটায় মাঠে নেমে প্রথমে ওয়ার্মআপ সেরে নেয় প্রোটিয়ারা।

এরপর কিছুক্ষণ ফিল্ডিং ও ক্যাচিং অনুশীলন করেন তারা। পাশাপাশি ব্যাটিং-বোলিং অনুশীলনে মাতেন ক্রিকেটাররা।

অনুশীলনের সময় বেশ চনমনে ও প্রতিজ্ঞায় একাট্টা দেখা গেছে দক্ষিণ আফ্রিকান টেস্ট স্কোয়াড ও কোচিং স্টাফদের। প্রোটিয়া কোচ রাসেল ডমিঙ্গোর তত্ত্বাবধানে বিকেল পাঁচটা পর্যন্ত চলে দক্ষিণ আফ্রিকার অনুশীলন পর্ব।

আগামীকাল (২১ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে। এর আগে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় লাভ করে বাংলাদেশ দল।   তবে টি-টোয়েন্টিতে ২-০তে সিরিজ জয় করে দক্ষিণ আফ্রিকা দল।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জুলাই ২০,২০১৫
বিপি/টিসি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।