ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

টি-২০ বিশ্বকাপের ফাইনাল ইডেন গার্ডেনে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫
টি-২০ বিশ্বকাপের ফাইনাল ইডেন গার্ডেনে ছবি: সংগৃহীত

ঢাকা: ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে ভারত। আগামী বছরের ১১ মার্চ থেকে শুরু হতে যাওয়া এ টুর্নামেন্টে আটটি শহরের মাঠে খেলা হবে।

এ শহরগুলো হলো কলকাতা, ব্যাঙ্গালুরু, চেন্নাই, ধর্মশালা, মহালি, মুম্বাই, নাগপুর ও দিল্লি। আর এপ্রিলের ৩ তারিখে ফাইনাল অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেনে।

এ প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সেক্রেটারী আনুরাগ ঠাকুর বলেন, ‘মর্যাদাপূর্ন এ আসরটি স্বাগতিক হতে পেরে বিসিসিআই গর্বিত। নির্বাচিত হওয়া প্রত্যেকটি ভেন্যুতেই ম্যাচ আয়োজন করা হবে। আমরা সমর্থকদের কাছে এ আয়োজনটি স্মরণীয় করে রাখতে চাই। ’

২০১৬ সালের টি-২০ বিশ্বকাপটি হবে এ ফরম্যাটের ষষ্ঠ আসর। এর আগে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও বাংলাদেশ টি-২০ বিশ্বকাপ আয়োজন করেছিল।

বাংল‍াদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।