ঢাকা: আগামী ২৯ জুলাই থেকে শুরু হতে যাওয়া অ্যাশেজের তৃতীয় টেস্টে খেলতে পারেন অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটসম্যান ক্রিস রজার্স। কারণ লর্ডস টেস্টে আহত এ বাঁহাতির স্ক্যান করানোর পর বড় ধরণের কোন ইনজুরি ধরা পড়েনি।
লর্ডসে দ্বিতীয় টেস্টে ব্যাটিং করার সময় কানে আঘাত লাগলে রিটার্ড হার্ট হয়ে মাঠের বাইরে চলে যান রজার্স। দ্বিতীয় দিনের সেই খেলায় ইংল্যান্ড ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসনের বলে আঘাত পান ৩৭ বছরের এ ব্যাটসম্যান।
এ ব্যাপারে অস্ট্রেলিয়ার টিম ডাক্তার পিটার ব্রুকনার বলেন, ‘বর্তমানে ক্রিসের অবস্থা উন্নতির দিকে। তার মাথা ঘোরার ব্যাপারটি নিয়ে আমরা চিন্তিত ছিলাম। তাই স্ক্যানও করা হয়েছে। আশাকরি তার গুরুতর কোন ইনজুরি হয়নি। আর ক্রিসের তৃতীয় টেস্ট খেলার ব্যাপারেও আমরা আশাবাদী। ’
পাঁচ ম্যাচ অ্যাশেজ সিরিজে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ১-১ এ সমতায় আছে। ২৯ জুলাই থেকে দুই আগষ্ট পর্যন্ত বার্মিহামে তৃতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫
এমএমএস