ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

লড়াই করে ম্যাচে ফিরতে চায় প্রোটিয়ারা

বিপ্লব পার্থ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫
লড়াই করে ম্যাচে ফিরতে চায় প্রোটিয়ারা ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম থেকে: চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসের শুরুটা ভাল করলেও শেষটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকা দলের।   দিন শেষে ২৪৮ রান সংগ্রহ করতেই হারিয়েছে ১০ উইকেট।

তবে ফাইট (লড়াই) করে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন ম্যাচে ফেরার প্রত্যয় ব্যক্ত করলেন প্রোটিয়া ব্যাটসম্যান টেমবা বাভুমা।

মঙ্গলবার (২১ জুলাই) প্রথমদিন শেষে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ প্রত্যয় ব্যক্ত করেন বাভুমা।

বাভুমা বলেন, ‘আমাদের শুরুটা অনেক ভাল হয়েছিল। প্রথম সেশনে এক উইকেট হারিয়ে ১০৪ রান ভাল স্কোরের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। বাংলাদেশের ভাল বোলিং এ ২৪৮ রানে গুটিয়ে যেতে হয়েছে। তবে আগামীকাল (বুধবার) ফাইট করে কামব্যাক করব। ’

তিনি বলেন, ‘প্রথম ইনিংস দীর্ঘ করা উচিত ছিল। কিন্তু ম্যান টু ম্যান ভালো না করায় তা সম্ভব হয়নি। এছাড়া বাংলাদেশের ম্যাচ প্ল্যান খুব ভাল কাজ করেছে। প্রতিটি গ্যাপে তারা খেলোয়াড় দিয়েছিল। ফলে রানা তোলা আমাদের জন্য কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। আজকের দিনটা তাদের ফেভারে ছিল। ’

মুস্তাফিজের প্রশংসা করে বাভুমা বলেন, ‘ওয়্নডের মতো টেস্টেও খুব দক্ষতার পরিচয় দিয়েছে মুস্তাফিজ। সে খুব অসাধারণ বল করেছে। ’

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে প্রথম ইনিংসে ২৪৮ রানে গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। আর বাংলাদেশ দল করেছে বিনা উইকেটে ৭ রান।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, জুলাই ২১,২০১৫
বিপি/টিসি/এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।