ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

মেজাজ হারালেন ডি কক ও তামিম

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, জুলাই ২২, ২০১৫
মেজাজ হারালেন ডি কক ও তামিম ছবি: উজ্জ্বল ধর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম থেকে: টেস্ট ক্রিকেট মানেই ধৈর্যের পরীক্ষা। সেই পরীক্ষাতে মেজাজ হারালেন তামিম ইকবাল ও কুইন্টন ডি কক।

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে লাঞ্চ বিরতির আগে ব্যাট করতে থাকা তামিমের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়ান দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ডি কক।

প্রথম সেশনের শেষ দিকে তামিমকে আক্রমনাত্মক কিছু একটা বলেন উইকেটের পেছনে থাকা ডি কক। এ সময় প্রতিবাদ করেন তামিম। শুরু হয় কথা কাটাকাটি। ওভার শেষেও চলতে থাকে দু’জনের তর্ক। উত্তেজিত হয়ে উঠেন তারা দু’জন।

মধ্যাহ্ন বিরতির সময় ড্রেসিংরুমে ফেরার পথে আবারো একজন আরেকজনের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হন। এ সময় হাশিম আমলা ও অন্য ক্রিকেটাররা এগিয়ে এসে মিটমাটের চেষ্টা করেন। তামিমের কাঁধে হাত রেখে তাকে শান্ত করার চেষ্টা করেন ডেল স্টেইনও। চট্টগ্রামের ছেলে তামিম ইকবাল তাতে কতটুকু শান্ত হয়েছেন তা জানা যাবে দিনের খেলা শেষে।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ২২ জুলাই ২০১৫
এসকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।