ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপ মঞ্চে সুযোগ পেল ডাচরা

স্পোর্টসে ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, জুলাই ২২, ২০১৫
বিশ্বকাপ মঞ্চে সুযোগ পেল ডাচরা ছবি : সংগৃহীত

ঢাকা: নামিবিয়াকে চার উইকেটে হারিয়ে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলো নেদারল্যান্ডস। নামিবিয়ার করা ১৩৫ রানের জবাবে ছয় উইকেট হারিয়ে চার বল বাকি থাকতে জয় তুলো নেয় ডাচরা।



ডাবলিনের নিরপেক্ষ ভেন্যুতে টসে জেতা নামিবিয়া ক্রেইগ উইলিয়ামসের ৪৩ ও নিকোলাস স্হুল্টজের ৩৭ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ১৩৫ রান করে। জবাবে ডাচ ওপেনার স্টিফেন মাইবার্গের ৩১ ও মিডল অর্ডার ব্যাটসম্যানদের দৃড়তায় জয় পায় দলটি।

আগামী শনিবার এ আসরের সেমিফাইনালে আয়ারল্যান্ডের বিপক্ষে লড়বে নেদারল্যান্ডস। আইরিশরা ইতোমধ্যে টি-২০ বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। এদিকে হেরেও আশা শেষ হয়ে যায়নি নামিবিয়ার। আগামী বৃহস্পিতিবার ওমানের বিপক্ষে এলিমিনিশন ম্যাচে জয় পেলে তাদেরও সুযোগ থাকবে।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, জুলাই ২২, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।