ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

জয়ের সুযোগ কাজে লাগাতে চায় টাইগাররা

বিপ্লব পার্থ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, জুলাই ২২, ২০১৫
জয়ের সুযোগ কাজে লাগাতে চায় টাইগাররা ছবি: উজ্জ্বল ধর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম থেকে: চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ২৪৮ রানে গুটিয়ে দিয়েছিল টাইগাররা। এরপর দ্বিতীয় দিন ভালোভাবে কাটিয়েছে মুশফিক বাহিনী।

  দ্বিতীয় দিন শেষে টাইগারদের সংগ্রহ ৪ উইকেটে ১৭৯ রান।   আর এ পরিস্থিতে টেস্ট ম্যাচের সফলতার ৬০ ভাগ নিজেদের পক্ষে রয়েছে দাবি করেছেন বাংলাদেশ দলের ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ। সেই সঙ্গে তিনি জানান, এ টেস্ট জয়ের সুযোগটা কাজে লাগাতে চায় টাইগাররা।

বুধবার (২২ জুলাই) প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

অবশ্য এর আগে দক্ষিণ আফ্রিকার বোলিং কোচ ল্যাঙ্গেভেল্ট বলেছিলেন প্রথম টেস্টের ৬০ ভাগ বাংলাদেশের দখলে।

মাহমুদউল্লাহ বলেন, ‘আজকে আরো কিছুক্ষণ খেলে লিড নিতে পারলে ভালো হতো। কারণ প্রথম ইনিংসের উপর নির্ভর করবে আমরা ম্যাচে আছি নাকি নেই। আমরা বর্তমানে মোটামোটি ভাল অবস্থানে আছি। প্রথম ইনিংসে ভালো করতে পারলে দক্ষিণ আফ্রিকা দারুন চাপে থাকবে। ’

তিনি বলেন, ‘আমি মনেকরি ম্যাচ জয়ে আমরা এগিয়ে আছি। ৬০ ভাগ আমাদের দিকে ৪০ ভাগ তাদের দিকে। এছাড়া আমাদের ব্যাটিং লাইনটা অনেক বড়। অনেক ব্যাটসম্যান রয়েছে। দক্ষিণ আফ্রিকাকে হারানোর এটি অনেক বড় সুযোগ।   সুযোগ বারবার আসে না।   আর আমরা এ সুযোগটাকে কাজে লাগাতে চাই। ’

প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬৭ রানের ইনিংস খেলেছে মাহমুদউল্লাহ।  

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, জুলাই ২২,২০১৫
বিপি/টিসি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।