চট্টগ্রাম থেকে: চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনটা ভালই শুরু করেছিলেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। কিন্তু দলীয় ৪৬ রানে ডি ককের হাতে স্টাম্পিং হয়ে সাজঘরে ফিরেন ইমরুল।
আর তামিমের সঙ্গে বড় পার্টনারশিপ গড়ে তুলতে না পারায় আক্ষেপ করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
বুধবার (২২ জুলাই) প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আক্ষেপের কথা জানান এ অলরাউন্ডার।
মাহমুদউল্লাহ বলেন,‘ চট্টগ্রামের উইকেট টা অনেক শ্লো ছিল। কষ্ট করে ব্যাটিং করতে হয়েছে। দক্ষিণ আফ্রিকা খুব ভাল বল করেছে। তাই রান কম হয়েছে। আমি আর তামিম যখন ব্যাট করছিলাম তখন একটি টার্গেট ছিল বড় জুটি গড়ে তোলার। কারণ জুটি বড় হলে আমাদের জন্য ভাল হতো। তামিম আউট হয়ে গেল প্রথমে। এরপর আমিও আউট হয়ে গেলাম। ’
তবে মুশফিক ও সাকিবকে নিয়ে আশাবাদি মাহমুদউল্লাহ। তিনি বলেন, ‘আমরা এখনো আশাবাদি যে সাকিব-মুশফিক মাঠে আছে। তারা বড় জুটির দিকে এগিয়ে যাবে। কারণ আমাদের একটি বড় পারটনারশিপ প্রয়োজন।
রিয়াদ বলেন, ‘আমি নরমাল ব্যাটিং করার চেষ্টা করেছি। দুর্বল বল গুলোর জন্য অপেক্ষা করেছি। আমরা জানতাম দক্ষিণ আফ্রিকা ভাল বল করবে। কারণ তারা বিশ্বের এক নম্বর দল। তাদের বিপক্ষে রান করা সহজ হবে না। আমাদেরকে সতর্কতার সাথে তাদের মোকাবেলা করার চেষ্টা ছিল। পার্টনারশিপটা বড় হলে আমাদের দলের জন্য ভালো হতো। ’
চট্টগ্রামে প্রথম টেস্টে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৭৯ রান।
বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, জুলাই ২২, ২০১৫
বিপি/টিসি