চট্টগ্রাম: টেস্টে বিশ্বের এক নম্বর দল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের প্রধান অস্ত্র হচ্ছে শক্তিশালী পেসার।
ফলে দক্ষিণ আফ্রিকার পেসার আক্রমণ অনেকটা দুর্বল হয়ে গেছে। আর স্পিনাররা উইকেট পাওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশ দলের অলরাউন্ডার মাহমদুউল্লাহ রিয়াদ।
তিনি বলেন, ‘সকাল থেকে উইকেট কিছুটা রাফ ছিল। ফলে দক্ষিণ আফ্রিকার স্পিনাররা ভাল করেছে। স্পিন বলে অনেক টার্ন পাচ্ছে। এটি আমাদের জন্য পজেটিভ সাইন। কারণ আমাদের বিশ্বমানের স্পিনার রয়েছে। আশাকরি তৃতীয় ইনিংসে আমাদের স্পিনাররা ভালো কিছু করে দেখাবে। ’
মাহমুদউল্লাহ বলেন, ‘দ্বিতীয় দিন তামিম ও ইমরুল ভাল শুরু করেছিল। আমরা সব সময় বিশ্বাস করি শুরুটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু ইমরুল হঠাৎ আউট হয়ে গেল। তারপর মুমিনুলও তাড়াতাড়ি আউট হয়ে গেল। আমি যখন ব্যাটিং আসছি আমাদের প্ল্যান ছিল যতক্ষণ পর্যন্ত মাঠে থাকা যায় এবং যতবেশি রান করা যায়। তাহলে ম্যাচ জেতার সুযোগ বেশি থাকবে। কিন্তু উইকেট কিছুটা রাফ ছিল। স্পিন বল অনেক বেশি টার্ন হচ্ছিল। তবে এ জিনিসটা আমাদের স্পিনারদের জন্য থার্ড ইনিংসে হেলফপুল হবে। ’
দক্ষিণ আফ্রিকার বোলারদের মোকাবেলা বিশেষ কোন পরিকল্পনা ছিল কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘খেলা শুরু হওয়ার আগে আমরা স্টেইন, মরকেলসহ দক্ষিণ আফ্রিকার বোলারদের ভিডিও ফুটেজ দেখেছি। তারা খুব ভাল বল করে। এছাড়[ স্টিয়ানও ভালো স্পিন করে। তার বল টার্ন পাচ্ছে। উইকেটটি স্পিন সহায়ক। ’
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জুলাই ২২,২০১৫
বিপি/টিসি/এমএমএস