ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের প্রশংসায় ল্যাঙ্গেভেল্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, জুলাই ২২, ২০১৫
টাইগারদের প্রশংসায় ল্যাঙ্গেভেল্ট ছবি: উজ্জ্বল ধর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: টাইগারদের ব্যাটিংয়ের প্রশংসা করলেন দক্ষিণ আফ্রিকার বোলিং কোচ ল্যাঙ্গেভেল্ট। বুধবার (২২ জুলাই) চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের প্রশংসা করেন।



ল্যাঙ্গেভেল্ট বলেন, ‘আজকের দিনটা খুবই কঠিন ছিল। আমরা স্পিন দিয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের থামাতে চেষ্টা করেছিলাম।   স্পিনাররা ঠিক মতো চাপে রেখেছিল। কিন্তু ব্যাটসম্যানরা সত্যিই ভালো ব্যাটিং করেছে। ’

জেপি ডুমিনি সফট বল করে। কিন্তু অধিনায়ক তাকে ব্যবহার করেনি। এ বিষয়ে বোলিং কোচ বলেন, ‘আমাদের এগ্রেসিভ বল প্রয়োজন ছিল। তাই হয়তো অধিনায়ক ডুমিনিকে ব্যবহার করেনি। ডুমিনি খুব ভাল বল করে। ’

তিনি বলেন, ‘আমরা এসজিতে প্রশিক্ষণ নিয়েছি। ভারতে খেলার অভিজ্ঞতা আমাদের রয়েছে। এসজি এ উপ মহাদেশের জন্য খুব পারফেক্ট। কিন্তু দক্ষিণ আফ্রিকায় সেটি কাজ করে না। তাই বাংলাদেশ সুবিধা নিচ্ছে। ’

ল্যাঙ্গেভেল্ট বলেন, ‘প্রত্যেক দলের বোলিং কোচ চায় প্রতিপক্ষের ব্যাটসম্যানদের বোলাররা চাপে রাখুক। আজকে আমাদের বোলাররা ঠিক সেভাবেই বাংলাদেশকে চাপে রেখেছিল। তারা অনেক ভাল বল করেছে। স্টিয়ান উইকেট পেয়েছে। তবে তামিম, মাহমুদউল্লাহ ভালো ব্যাটিং করেছে। ’

টেস্টের তৃতীয় দিন ম্যাচে ফেলার কথা জানিয়ে তিনি বলেন, ‘আগামীকাল ভিন্ন স্টোরি হবে। কারণ এটি হবে ভিন্ন দিন। দক্ষিণ আফ্রিকা ম্যাচে খুব ভালো ভাবেই ফিরে আসবে। ’

তবে বর্তমানে প্রথম টেস্ট দ্বিতীয়দিন শেষে সফলতার পাল্লা বাংলাদেশের দিকে ৬০ ভাগ এবং ৪০ ভাগ দক্ষিণ আফ্রিকার দিকে আছে বলে মনে করেন প্রোটিয়া বোলিং কোচ।

সাকিবের ব্যাপারে ল্যাঙ্গেভেল্ট বলেন, ‘সাকিব বড় টিম প্লেয়ার। সে দলকে যেকোন জায়গায় নিয়ে যেতে পারে। তৃতীয় দিন প্রথম সেশনে আমরা উইকেটগুলো দ্রুত তুলে নেওয়ার চেষ্টা করব।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, জুলাই ২২,২০১৫
বিপি/টিসি/এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।