ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

দর্শক সর্তকতায় ফের মাইকিং

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৫
দর্শক সর্তকতায় ফের মাইকিং ছবি: উজ্জ্বল ধর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: বর্ণবাদী আচরণের অভিযোগ তুলে বুধবার খেলা বন্ধ করে দিতে হুমকি দিয়েছিলেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড।   তাই চট্টগ্রাম টেস্টের তৃতীয়দিন বেশ সর্তক বিসিবি।

বর্ণবাদী আচরণ থেকে বিরত থাকার জন্য বারবার মাইকে দর্শকদের সতর্ক করা হচ্ছে।

মাইকে বলা হচ্ছে, জাতিগত বৈষম্যমূলক কোন মন্তব্য অথবা কর্মকাণ্ডের সঙ্গে কোন দর্শক জড়িত থাকলে তাদেরকে মাঠ থেকে বহিষ্কার করা হবে।   এমন কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে  আইনশৃঙ্খলা বাহিনীর  কাছে সোপর্দ করা হবে এবং মাঠ থেকে স্থায়ীভাবে বহিষ্কারও করা হতে পারে।   তাই এ ধরণের আচরণ থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানানো হয়।

এর আগে প্রথম টেস্টের দ্বিতীয় দিন গ্যালারি থেকে কিছু দর্শক দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের উদ্দেশ্যে কটূবাক্য নিক্ষেপ করে। গ্যালারি থেকে চেঁচিয়ে ‘ব্ল্যাক, ব্ল্যাক’ বলে চিৎকার করে।   পরে দক্ষিণ আফ্রিকা দল ম্যাচ রেফারিকে এ ব্যাপারে অভিযোগ জানান।   ম্যাচ রেফারি এ বিষয়ে বিসিবিকে ব্যবস্থা গ্রহণ করতে বলেন।   অন্যথায় খেলা বন্ধ করারও হুমকি দেন।

পরে জহুর আহমেদ চৌধুরী ভেন্যু ম্যানেজার ফজলে বারী রুবেল ম্যাচ রেফারিকে বিষয়টি বুঝিয়ে বলেন এবং এ ধরণের কর্মকাণ্ড আর হবে না বলেও জানান।   এতে শান্ত হন ক্রিস।

তাই বৃহস্পতিবার সকাল থেকেই দর্শকদের বর্ণবাদী আচরণের ব্যাপারে সতর্ক করে দেওয়া হচ্ছে।   স্টেডিয়ামের বড় পর্দাতেও বর্ণবাদ বিরোধী ঘোষণা দেখানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, জুলাই ২৩,২০১৫
বিপি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।