ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রোটিয়াদের বিপক্ষে ষষ্ঠ জুটিতে রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৫
প্রোটিয়াদের বিপক্ষে ষষ্ঠ জুটিতে রেকর্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সাকিব-লিটনের ব্যাটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লিড নেওয়া জুটিতে রেকর্ড করেছে বাংলাদেশ। ৮২ রানের এ জুটির রেকর্ডের পর ব্যক্তিগত ৪৭ রানে সাজঘরে ফেরেন সাকিব।



তবে অপরপ্রান্তে ব্যাট হাতে দৃঢ়তার পরিচয় দিয়ে ব্যাট চালিয়ে যাচ্ছেন লিটন দাস। শেষ খবর পর্যন্ত ৬ চারে ৪১ রানে অপরাজিত আছেন তিনি।

এদিকে, প্রোটিয়াদের বিপক্ষে প্রথমবারের মতো টাইগার শীর্ষ পাঁচ জনের মধ্যে চার জন ২৫ এর বেশি রান করেও রেকর্ড করেছেন।

সাকিব ফিরে যাওয়ার পর ব্যাট করতে নামা শহীদ ১০৪তম ওভারে হারমারের এক ওভারে তিনটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে টাইগার ভক্তদের আনন্দের জোয়ারে ভাসাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।