ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

জয় নিশ্চিত করতে বোলারদের সেরাটা চান লিটন

বিপ্লব পার্থ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৫
জয় নিশ্চিত করতে বোলারদের সেরাটা চান লিটন ছবি: উজ্জ্বল ধর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম থেকে: চট্টগ্রামের উইকেটটি খুব স্লো। আর এ উইকেটে রান তোলা খুব কঠিন ব্যাপার।

তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট জয়ে টাইগার বোলারদের সেরাটা চান উইকেটরক্ষক লিটন দাস।

বৃহস্পতিবার (২৩ জুলাই) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে সাংবাদিক সম্মেলনে বোলাদের কাছে এমন প্রত্যাশা করেন টাইগার উইকেটরক্ষক লিটন।

তিনি বলেন, ‘কালকে (চতুর্থ দিন) আমাদের বোলিং খুব ভাল করতে হবে। গোছানো বল করতে পারলে তাদেরকে কম রানের মধ্যে গুটিয়ে দেওয়া আমাদের পক্ষে সম্ভব। এছাড়া আমরা কিছু রানে এগেয় আছি। তাই আমাদের বোলারদেরকে অবশ্যই ভাল করতে হবে। দক্ষিণ আফ্রিকার উইকেট দ্রুত তুলে নিয়ে যদি টার্গেট ১৫০ হয় তবে জয় নিশ্চিত। ’

বোলাদের পরামর্শ হিসেবে লিটন বলেন, ‘আমরা আশা করব বোলাররা জায়গা টু জায়গা বল করা। কারণ উইকেটটা অনেক হেলফফুল। উইকেট স্লো হওয়ায় আমাদের বোলাররা দ্রুত উইকেট পাবে। তাই কন্ডিশনটা কাজে লাগাতে হবে। কারণ সুযোগ বারবার আসে না। আর আমরা সে সুযোগটা কাজে লাগাতে চাই।

প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩২৬। আর তৃতীয় দিন শেষে প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ বিনা উইকেটে ৬১ রান।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, জুলাই ২৩,২০১৫
বিপি/টিসি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।