ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টির কারণে হতাশ সুজন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৫
বৃষ্টির কারণে হতাশ সুজন ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম থেকে: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ এ ওয়ানডে সিরিজ জিতে নিয়েছিল টাইগাররা।   প্রথম টেস্টের প্রথম ইনিংসে প্রোটিয়াদের গুটিয়ে দিয়েছিল ২৪৮ রানে আর বাংলাদেশ করেছে ৩২৬।

  তৃতীয়দিন শেষে প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ৬১।   কিন্তু বৃষ্টির কারণে চতুর্থ দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।

সফরকারী প্রোটিয়াদের থেকে টাইগাররা ১৭ রান এগিয়ে। লিড নিয়েও চট্টগ্রাম টেস্টের চতুর্থদিন খেলতে না পারায় হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ দলের টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।

শুক্রবার (২৪ জুলাই) হোটেল রেডিসনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ হতাশা ব্যক্ত করেন তিনি।

সুজন বলেন, ভালো পারফর্ম করার পর খেলতে না পারলে খেলোয়াড়দের খারাপ লাগে।   প্রথম টেস্টটি দুই দলের জন্য ওপেন ছিল।   জয়ের সম্ভাবনা দুই দলের থাকলেও আমরা এগিয়ে ছিলাম।   তাই খারাপটা একটু বেশি লাগছে।   চতুর্থদিন ও পঞ্চমদিনটা খেলতে পারলে দুই দলের মধ্যে জমজমাট একটি লড়াই হতো।   কিন্তু আমাদের আর কি করার আছে। পরিবেশের উপর কারো হাত নেই।

তিনি আরও বলেন, প্রথম টেস্টের তিনদিন সফরকারীদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলাম আমরা। ভালো খেলা উপহার দিয়ে ম্যাচটি আমাদের দিকেই এগিয়ে যাচ্ছিল।   তবে, আজ (শুক্রবার, ম্যাচের চতুর্থ দিন) খেলা না হওয়ায় আমরা হতাশ।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, জুলাই ২৪,২০১৫
বিপি/টিসি/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।