ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

শিশুদের সঙ্গে ফুটবলে মাতোয়ারা স্টেইন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৫
শিশুদের সঙ্গে ফুটবলে মাতোয়ারা স্টেইন

ঢাকা: রুমের দরজা বন্ধ করে বসে থাকা একজন ক্রীড়াবিদের জন্য সত্যিই বিরক্তির বিষয়। আর এর পেছনে বৃষ্টি কারণ হলে বিরক্তির মাত্রা বাড়াটাই স্বাভাবিক!

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার চলমান টেস্টের চতুর্থ দিনের (শুক্রবার, ২৪ জুলাই) খেলা বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

বাংলাদেশ দলের ক্রিকেটাররা দুপুরে স্থানীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন। আর বিকেলে ইনডোর প্র্যাকটিস করেন।

দ্বিতীয় টেস্টের জন্য টাইগাররা গা গরম করে নিলেও দিনভর হোটেলে অবসর সময় কাটিয়েছেন প্রোটিয়ারা। তবে শেষ পর্যন্ত ‘বিরক্ত’ হয়ে হোটেল থেকে বের হন বাংলাদেশ সফরে আসতে ‘নাক উঁচানো’ ডেল স্টেইন।

প্র্যাকটিস করতে নয়, হোটেলের পাশে স্থানীয় শিশুদের ফুটবল খেলতে দেখে নিজেকে আর ধরে রাখতে পারেননি স্টেইন। শেষ পর্যন্ত মাঠেও নেমে পড়েন তিনি। বিকেল প্রায় ৫টার দিকে ওই শিশুদের সঙ্গে তাকে ফুটবলে মেতে থাকতে দেখা যায়।   

এ বিষয়ে এক টুইটে স্টেইন লেখেন, Stuck in my room all day, watching these kids playing soccer in the rain looks like plenty fun..

এদিকে, নিরাপত্তা ভঙ্গ করে স্টেইনের এ ধরনের ‘শিশুসুলভ আচরণে’ কোচের সঙ্গে কিছুটা বাকবিতণ্ডা হয়েছে বলে জানা গেছে। ঘটনা যাই হোক ফুটবল তিনি বেশ উপভোগ করেছেন, মাঠে তার উপস্থিতিই এর প্রমাণ দেয়।

অন্যদিকে, বৃষ্টির বাগড়ায় শনিবার (২৫ জুলাই) পঞ্চম দিনের খেলার প্রথম সেশন হচ্ছে না তা নিশ্চিত করে বলা যায়। আর খেলা পরিত্যক্ত হলে স্টেইকে আজও ফুটবলারের ভূমিকায় অবতীর্ণ হতে দেখা যেতে পারে!

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।